সপ্তাহের ব্যবধানে লালমনিরহাটে কালীগঞ্জে বাজারগুলোতে সবজির দাম বেশ বেড়েছে। সরবারহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম এ সপ্তাহে ঊর্ধ্বমুখী। ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা আর চাপে রয়েছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা।
শুক্রবার (১৭ মে) কালীগঞ্জে বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, পটল-ঢেঁড়স বিক্রি হচ্ছে মানভেদে ৪০ থেকে ৫০ টাকা দরে। এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁকরোল ৭০ টাকা আর বরবটি ৫০ টাকার উপরে।
সস্তা বলে পরিচিত পেঁপের কেজিও এখন ৪০ টাকা। গাজর ৬০, শসা ৩০ ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। করলা ৪০-৫০ টাকা, ঝিঁঙে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাপারহাটে বাজারে সবজি কিনতে আসা মো আমিন মিয়া বলেন, এ বাজারে অন্য সব বাজারের চেয়ে দাম একটু কম পাই, তাই আসি। কিন্তু সবজির দাম যেভাবে বাড়ছে কিনে খাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। সবকিছুর দাম বেড়েছে। বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮৫ টাকা, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। এ ছাড়া আদা- ৩০০টাকা রসুন ২০০ টাকার নিচে মিলছে না।
বিক্রেতারা জানান, গরমে সবজির চাহিদা বেড়েছে কিন্তু সে অনুপাতে সরবরাহ নেই। এ ছাড়া সবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে একধরনের সংকট তৈরি হয়েছে। তাই বেশির ভাগ সবজির দাম বাড়তির দিকে রয়েছে।বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
চাপারহাটে বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. মাসুম মিয়া আক্ষেপ করে বলেন, মাঝে সরকারের পক্ষ থেকে দৌড়ঝাঁপ দেখলাম। এখন তারা ঠান্ডা। অথচ বাজার গরম হয়ে উঠেছে। দেখার কেউ নেই।
মন্তব্য করুন