লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথম ইঞ্জিন ও কোচ ঘোরানো ‘টার্ন টেবিল’ নির্মাণ

লালমনিরহাটে নির্মিত দেশের প্রথম রেলওয়ে টার্ন টেবিল। ছবি : কালবেলা
লালমনিরহাটে নির্মিত দেশের প্রথম রেলওয়ে টার্ন টেবিল। ছবি : কালবেলা

লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য ব্রিটিশ আমলে এ দেশে প্রথম নির্মিত হয় টার্ন টেবিল। প্রায় তিন দশক আগে টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে উল্টোদিকেই ট্রেন চালাতে হয়েছে চালকদের।

তবে দীর্ঘদিন পর লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন করে আবারও টার্ন টেবিলটি নির্মাণ করা হয়েছে। সোমবার (১৩ মে) এটির সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা আছে টার্ন টেবিলটি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে লালমনিরহাটের টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন করে টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ২০২৩ সালের ২৬ নভেম্বর রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) কার্যালয় থেকে প্রশাসনিক অনুমোদনের চিঠি দেওয়া হয়।

পরে বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. তাসরুজ্জামান বাবুর নকশা ও প্রযুক্তিতে এটি তৈরি হয়। নির্মাণকাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। কাজ শেষ হয় গত মার্চ মাসে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

জানা গেছে, ব্রিটিশরা ওই টার্ন টেবিলের নকশা ও নির্মাণ কৌশল সরিয়ে ফেলায় বাংলাদেশে আর কোনো টার্ন টেবিল নির্মিত হয়নি। টার্ন টেবিল না থাকায় ইঞ্জিন না ঘুরিয়ে উল্টোভাবে ট্রেন চালানো হচ্ছে। ফলে চালক ইঞ্জিনের পেছনের দিকে বসায় আঁকাবাকা রেললাইনে চালকদের দেখতে অসুবিধা হয় এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে। তা ছাড়া একদিকে চলাচলের কারণে ঘর্ষণে ক্ষয় হচ্ছে রেলের চাকাগুলো। এতে বাড়ছে ট্রেন লাইন থেকে পড়ে যাওয়ার দুর্ঘটনা।

তাই এ সমস্যা সমাধানে দেশের এ প্রথম লালমনিরহাট রেলওয়ে বিভাগ নিজ প্রযুক্তিতে স্বল্প খরচে রেলের অব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে নির্মাণ করেছে টার্ন টেবিল। এখন শুধু রেললাইন সংযোগের অপেক্ষা। এটি চালু হলে দেশের মধ্যে হবে এটিই প্রথম নির্মিত টার্ন টেবিল।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় স্টেশন থেকে প্রতিদিন ১১টি ট্রেন ঢাকা, টাঙ্গাইল, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ ২৮টি রেলস্টেশনে চলাচল করছে। এটি চালু হলে ইঞ্জিন সোজাভাবে চলবে। এতে চালকদের সুবিধার পাশাপাশি চাকার ক্ষয়রোধ হবে।

ট্রেনচালক জহুরুল ইসলাম বলেন, ইঞ্জিন ঘোরানোর ব্যবস্থা না থাকায় ওল্টোভাবেই ট্রেন চালাতে হয়। এতে অনেক সময় বাঁকা রেললাইনে সিগনাল চোখে পড়ে না। আর ইঞ্জিন ঘুরিয়ে সামনের দিকে চালক থাকলে গাড়ি চালাতে সুবিধা হয়। এ টার্ন টেবিল নির্মাণের ফলে এ সমস্যার সমাধান হবে।

টার্ন টেবিল তৈরির উদ্যোক্তা লালমনিরহাট রেলওয়ে বিভাগের যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু কালবেলাকে বলেন, দেশে এই প্রথম দেশীয় যন্ত্রাংশ দিয়ে টার্ন টেবিলটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ইঞ্জিন ও কোচ সহজেই ঘোরানো যাবে। স্বল্প ব্যয়ে আর উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ টার্ন টেবিলটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এতে যেমন চাকার ক্ষয়রোধ হবে তেমন চালককে আর পেছনে বসে ট্রেন চালাতে হবে না। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। রেলভ্রমণ হবে আরও গতিশীল ও নিরাপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা, কারণ কী?

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

১০

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

বন্দরের অরক্ষিত হাউসে প্রাণ গেল শিশুর

১২

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

১৩

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

১৪

মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ

১৫

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

১৬

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৭

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

১৮

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

১৯

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

২০
X