ক্যাম্প থেকে বের হয়ে একটি সংস্থার আয়োজনে সেমিনার ও প্রশিক্ষণে বের হয়ে আটক হয়েছে ৩২ রোহিঙ্গা নারী-পুরুষ।
শুক্রবার (১৭ মে) দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংস্থা অনুমতি ছাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী-পুরুষ নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করেছে। সংস্থাটি শুক্রবার সকাল থেকে তারা উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। অথচ রোহিঙ্গাদের নিয়ে এমন আয়োজন করতে হলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমতি নিতে হয়।
ওসি বলেন, অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গা, ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।
জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি মো. শামীম হোসেন।
মন্তব্য করুন