চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌডলা ইউনিয়নের মমিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- চৌডলা ইউনিয়নের মমিনপাড়া গ্রামের মো. দাউদের তিন বছর বয়সী ছেলে মো. ফাহিম আলী ও মফিজুলের চার বছর বয়সি মেয়ে ফারহানা। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে চৌডলা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব কালবেলাকে বলেন, শিশু ফাহিম ও ফারহানা আপন চাচাতো ভাই-বোন। তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল।
তিনি বলেন, খেলার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন