রাজবাড়ীতে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মো. আশ্রাফুল ইসলাম দুলাল ও একই জেলার মো. আব্দুল আলীম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবু বকর মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানাধীন শ্রীদাম দত্তেরপাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি প্রাইভেটকার তল্লাশির সময় ৮৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে গোয়ালন্দ থানা পুলিশ। এ ঘটনায় গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
মন্তব্য করুন