উপজেলা পরিষদের ৬ষ্ঠ ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর করা হয়েছে । এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১৯ মে) বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভাবনাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান প্রার্থী আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, আরেক প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লবের উস্কানিতে তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে একদল উচ্ছৃঙ্খল যুবক।
তবে চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব অভিযোগ অস্বীকার করে বলেন, অফিস ভাঙচুর ঘটনার সঙ্গে তার নিজের বা কোনো কর্মী সমর্থকের সংশ্লিষ্টতা নেই।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, অফিস ভাঙচুরের ঘটনার বিষয়ে শুনেছি, এখনো সেখানে পুলিশ মোতায়ন আছে। অভিযুক্ত কাউকে পেলে গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন