‘সবাই তো আওয়ামী লীগের। এটা তো নৌকার ভোট না। শোনো নামাজের জানাজায় যে শরিক হতে পাবে তাকে ভোট দেবেন।’ সম্প্রতি আসন্ন ঠাকুরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর সমর্থনে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।
তিনি হলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এর আগে কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুহুল আমিন বলেন, আমি অসুস্থ। তাই কারও নির্বাচন করছি না, তবে ভোট দেব। কারণ যে চারজন দাঁড়িয়েছে সবাই আমার দলের। তবে এ ধরনের কোনো মন্তব্য বা বক্তব্য দেয়নি। এবার তো দলীয় প্রতীক নেই। তবে একজনকে ভোট দিতে বলেছি।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামের পক্ষে স্থানীয় এক সংসদ সদস্যসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিংহভাগ নেতারা মাঠে নেমেছেন। ওই প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন সবাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সমর্থনে নেমেছেন হিন্দু নেতারা। এ নিয়ে ভোটের মাঠে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন আরেক প্রার্থী কামরুল হাসান খোকন। নির্বাচনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া) ও কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ)।
সদর উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন