রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিলাসবহুল গাড়িতে সরকারি লোগো সাঁটিয়ে ৭ লাখ ইয়াবা পাচার

জব্দকৃত গাড়ি ও ইয়াবা। ছবি : কালবেলা
জব্দকৃত গাড়ি ও ইয়াবা। ছবি : কালবেলা

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিলাসবহুল একটি গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চারজনকে আটক করা হয়েছে। রোববার (১৯ মে) দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার পাটুয়ারটেক এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের দাবি, কক্সবাজারের টেকনাফ সীমান্তের ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত আবদুল্লাহ সিন্ডিকেটের প্রধানসহ আটক সবাই নিকটআত্মীয়।

সোমবার (২০মে) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর শরীফুল আহসান।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের বাসিন্দা ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩৫), একই এলাকার মৃত মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আবছার (২৮), টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে আবদুল আমিন (৪০) ও একই এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬)।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটকদের মধ্যে আবদুল আমিন ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণ করেছিলেন। পরে সাজাভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়ে আবদুল্লাহ সিন্ডিকেটের সদস্য হয়ে নতুন করে ইয়াবার কারবার সম্প্রসারণ করেন। তার বিরুদ্ধে টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

এছাড়াও মোহাম্মদ আবদুল্লাহ একজন চিহ্নিত আন্ডারগ্রাউন্ড ইয়াবা কারবারি। টেকনাফে ২০১৯ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত ওসি প্রদীপ দাশের হাতে ক্রসফায়ারে নিহত আন্তর্জাতিক মাদক কারবারি সাইফুল করিমের পরবর্তী সীমান্তের ইয়াবা কারবার দখলে নিয়েছিল আবদুল্লাহ সিন্ডিকেট।

আবদুল্লাহ হচ্ছেন আবদুল আমিনের ভাগ্নে। তার বিরুদ্ধেও দুটি ইয়াবার মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারি আবদুল্লাহ সীমান্তের সবচেয়ে চালাক কারবারি হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার মধ্যরাতের পর টেকনাফ থেকে আবদুল্লাহ সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকারে ইয়াবার চালানটি মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালায়।

এক পর্যায়ে রাত সোয়া ২ টার দিকে টেকনাফ দিক থেকে সড়ক ও জনপথ বিভাগের স্টিকার লাগানো বিলাসবহুল একটি প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু গাড়িতে থাকা লোকজন না থেমে দ্রুত চালিয়ে পালিয়ে যায়। পরে তাদের থামানো হয়। এতে গাড়িতে থাকা লোকজনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে মাদকের চালান থাকার কথা স্বীকার করে। এ সময় গাড়ির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা দুইটি বড় বস্তার ভিতরে পাওয়া যায় ৭ লাখ পিস ইয়াবা। জব্দ করা হয় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটিও। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকারও বেশি।

র‌্যাবের কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবদুল্লাহ সিন্ডিকেটের সদস্যরা ইয়াবার চালান নিয়ে আসতেন। সীমান্তে সাগর ও নদী পথে মাদকের এসব চালান টেকনাফে এনে নিজেদের হেফাজতে মজুদ রাখতেন। পরে কক্সবাজার শহরে আনার পর সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১০

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১১

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১২

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৩

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৪

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৫

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৬

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৭

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৮

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৯

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

২০
X