গাজীপুরের শ্রীপুরে জালভোট দেওয়ার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ১০ দিন ও প্রিসাইডিং অফিসারসহ ভোটারদের বাধা দেওয়ায় দুজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার চর সামাইন গ্রামের মো. শাহীন, শ্রীপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেন ও একই এলাকার শফিউল বাশার মেরাজ।
আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুরের গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের (প্রতীক ঘোড়া) সমর্থক শাহিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেন।
এ ছাড়া দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোটগ্রহণ চলাকালে প্রিসাইডিং অফিসারসহ ভোটারদের বাধা প্রদান করায় আক্তার হোসেন ও শফিউল বাশার মেরাজকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন