আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
৬৫ দিনের নিষেধাজ্ঞা

সাগরে সব হারিয়েও যাচ্ছে না জাল ফেলার নেশা

সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ ঘোষণা পর অলস সময়ে জাল মেরামতে ব্যস্ত জেলেরা। ছবি : কালবেলা
সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ ঘোষণা পর অলস সময়ে জাল মেরামতে ব্যস্ত জেলেরা। ছবি : কালবেলা

৬৫ বছরের বৃদ্ধ নুর নবী। বছরের এই মৌসুমে যখন মৎস আহরণ বন্ধ থাকে, তখন জাল বাধা, ট্রলার মেরামতে দিন কাটে নূরের। এবারও তেমন অলস সময় কাটছে চট্টগ্রামের কর্ণফুলীর পাড়ে। সঙ্গে ভেসে আসছে অতল সাগরে প্রিয়জন হারানোর স্মৃতি। এই সাগরেই মাছ আহরণে গিয়ে নূর একে একে হারান বাবা-ভাইকে। সাগরের বুকে বিলীন হয় তাদের ভিটেবাড়িও। ২০০৭ সালে ঘূর্ণিঝড়ের কবলে হারান ১১ জন সহকর্মী। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরেন। সাগরে এত কিছু হারিয়েও সাগর, মাছ আর জাল নেশা যেন ছাড়ছে না তাকে।

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এরপর থেকে সাগরে থেকে তীরে ফিরে আসে মাছ ধরার ট্রলারগুলো। জেলেদের অনেকেই যোগ দেন অন্য কাজে। বেশির ভাগ জেলে জীবিকার খোঁজে অন্য কাজে চলে গেলেও সাগর, মাছ আর জালের নেশা যেন ছাড়ছে না নুর নবীর। কয়েকজনকে সঙ্গে নিয়ে নেমে পড়েন জাল-ট্রলার মেরামতে। জেলেরা জানিয়েছেন, আগামী প্রায় দুই মাস সাগরে না ফেরা পর্যন্ত এ কাজের পাশাপাশি খোশগল্পেই সময় কাটবে তাদের। তবে অনেকের মাঝে দেখা গেছে রুটি-রুজির অনিশ্চয়তাও।

মাছ ধরার ট্রলার মাসুদা শাহীনের হেড মাঝি নুর নবী কালবেলাকে বলেন, ‘মাছ ধরা বন্ধ ঘোষণা করায় গত দুই দিন আগে এখানে (কর্ণফুলীর পাড়ে) এসেছি। এখন জাল মেরামত করছি। জালটি প্রায় এক কিলোমিটার লম্বা। পাশাপাশি ট্রলার মেরামতের কাজ চলছে। অনেকেই অন্য কাজে গিয়েছেন। তবে আমার অন্য কাজ ভালো লাগে না। সাগরে আমার বাবা-ভাই মারা গেছেন। তবুও এ কাজটাই আমার ভালো লাগে। কিন্তু আমি চাই না আমার সন্তানরা কেউ এ পেশায় আসুক।’

খোঁজ নিয়ে জানা গেছে, ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ ঘোষণায় চট্টগ্রামের সীতাকুণ্ড, মীরসরাই, সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা এলাকায়ও জেলেদের একই চিত্র। মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের আপদকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুই কিস্তিতে ৬৫ দিনের জন্য ৮৬ কেজি হারে জেলে পরিবারকে ভিজিএফ বরাদ্দ প্রদানের কথা রয়েছে।

জীবিকার বরাদ্দ পেলেও জেলেদের সংগ্রামের জীবনটা চলছেই। সাগরে ফিশিং ট্রলারে গিয়ে কেউ হারিয়েছে বাবাকে, কেউ বা হারিয়েছেন সন্তান। অনেকেই ঝড়ের কবল থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারলেও দুর্বিষহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাদের। তাদেরই একজন নুর নবী।

তিনি কালবেলাকে বলেন, বংশগত পরম্পরায় তিনি এ পেশায় যুক্ত হয়েছেন। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের কবলে হারিয়ে যায় মাঝি নূর নবীর ১১ সহকর্মী। সেই ট্রলার ডুবির পর বয়ায় ভেসে তিনি চলে যান পাশের দেশ ভারতে। সেখান থেকে ফেরেন ২১ মাস পর। দেশে ফিরে চলে যান কাতার। কিন্তু সেখানে শ্রমিকের কাজ পছন্দ হয়নি তার। কিছু দিন আবারও কাতার সাগরে জেলে পেশায় যুক্ত হন। ২০১৪ সালে আবারও দেশে ফিরে মাছ ধরার ট্রলারে যোগ দেন তিনি। এরই মধ্যে ২০২০ সালে জলদস্যুদের হাতে প্রাণ হারান নূর নবীর ভাই মো. আলমগীর। আর তাদের বাবা মো. ইউনুছ ৩৫ বছর আগে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন। চার দিন পর পানিতে ভেসে ওঠে ইউনুছের লাশ।

আল ফাহাদ ট্রলার ফিশিং ট্রলারের মালিক জামাল আহমেদ কালবেলাকে বলেন, ‘সাগরের মাছ ধরার কাজটি অনেক কঠিন। সবসময় জীবনের ঝুঁকি নিয়ে তারা সাগরে যান। ফিরে আসার নিশ্চয়তা থাকে না। ঘূর্ণিঝড়, বিপদ-আপদ লেগেই থাকে। ঝড়ের সময় অনেকেই হারিয়ে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

৫ পদে একাধিক নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

অনূর্ধ্ব-২০ দল / ৭ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত 

১০

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

১১

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

১২

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

১৩

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

১৪

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

১৫

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৬

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

১৭

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

১৮

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৯

মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল বস্তাভর্তি টাকা

২০
X