ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় গরমে কদর বেড়েছে তালের শাঁসের

চাহিদা বেড়েছে তালের শাঁসের। ছবি : কালবেলা
চাহিদা বেড়েছে তালের শাঁসের। ছবি : কালবেলা

প্রকৃতিতে এখন চলছে জ্যৈষ্ঠ মাস। এই সময়টাতে বারোমাসি ফলের পাশাপাশি বাজারে নানা জাতের আম ও লিচুর ছড়াছড়ি। সেই সঙ্গে গরমে স্বস্তি পেতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কদর বেড়েছে স্বাদে ভরপুর তালের শাঁসের। উপজেলার বিভিন্ন এলাকায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই তালের শাঁস বেচাকেনার ধুম পড়েছে। তবে স্থানীয়দের কাছে এটি তালের ডাব নামেই পরিচিত।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর বাজার, সাহেবাবাদ, বড়ধুশিয়া, চান্দলা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে ও দুলালপুরসহ বিভিন্ন এলাকার বাজারে এবং মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে রসালো তালের শাঁস। গরমে স্বস্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া তালের শাঁসের স্বাদ নিচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ। পুষ্টিগুণে ভরা তালের শাঁস বেচাকেনার ধুম পড়েছে। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়েই এই ফল খাচ্ছেন। আবার অনেকেই এই ফল কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেতে। অনেকেই সবান্ধবে এসেছেন রসালো তালের শাঁসের স্বাদ নিতে।

জানা গেছে, পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও প্রচুর পরিমাণে পানি। এটা খেলে পুষ্টি ও ভিটামিন পাওয়ার পাশাপাশি শরীরে পানিশূন্যতা পূরণ করে। এর মধ্যে রয়েছে ৮০ শতাংশ পানি। আর রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রোটিন, ফ্যাট ও কার্বহাইড্রেট। আরও আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান।

উপকারী এ তালের শাঁসে মেলে নানা রোগের উপশম। এ ফল শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। দাঁত ভালো রাখতে ও হাঁড়ের গঠন বৃদ্ধিতে সহায়তা করে এ ফল। ত্বক শুষ্ক হওয়া ও চুল পড়া রোধে এ ফলটি ওষুধ হিসেবে কাজ করে। এটি মানবদেহের কোষের ক্ষয়রোধে কাজ করে। এ ফলে শরীরের ক্লান্তি দূর করে। রক্তশূন্যতা দূর করতে এ ফল সাহায্য করে। আঁশযুক্ত হওয়ায় এ ফলটি অন্ত্র ভালো রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এ ফলে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। এ ফলটিতে উপকারী ভিটামিন বি কমপ্লেক্স ও সি থাকায় এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও এ ফল লিভারের সমস্যা দূর করতে ও লিভারের ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে।

উপজেলার চান্দলা বাজারে তালের শাঁস বিক্রি করতে আসা এনায়েত হোসেন কালবেলাকে বলেন, প্রতিবছরই আমি এ সময়টাতে এই মৌসুমি ব্যবসা করে আসছি। এই উপজেলাসহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব তালের ডাব (শাঁস) সংগ্রহ করে বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে বিক্রি করি। ছোট-বড় হিসেবে ২০ টাকা ও ১০ টাকা করে প্রতি পিস তালের ডাব (শাঁস) বিক্রি করছি। গরমের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের চাহিদা বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে তালের শাঁস বিক্রি করতে আসা আরেক ব্যাবসায়ী আশিকুর রহমান কালবেলাকে বলেন, অন্যান্য কাজের ফাঁকে প্রতিবছর এই সময়টায় আমরা কয়েকজন মিলে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে তালের ডাব (শাঁস) বিক্রি করছি। ক্রেতাদের মধ্যে তালের ডাবের (শাঁসের) আগ্রহ রয়েছে। আশা করছি এ ব্যবসায় লাভবান হবো।

উপজেলার সাহেবাবাদ বাজারে তালের শাঁস কিনতে আসা গোলাম কিবরিয়া বাবুল কালবেলাকে বলেন, প্রতিবছরই এই সময়টাতে তালের ডাব (শাঁস) কিনে থাকি। এটি একটি রসালো সুস্বাদু ফল। এটি খেতে ভালোই লাগে। পরিবার পরিজন নিয়ে আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। আজকেও দশটি তালের ডাব (শাঁস) কিনেছি। এগুলো পরিবারের সবাই মিলে খাব।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, তালের শাঁস একটি উপকারী ও সুস্বাদু খাবার। এ উপজেলাসহ সারাদেশেই এর চাহিদা রয়েছে। তবে, অপরিকল্পিতভাবে তালের শাঁস বিক্রির ফলে পরিপক্ব তালের সময় তাল সংকট দেখা দেয়। এতে সে সময় তালের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়। যার ফলে অনেক পরিবারই পাকা তালের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, তালের শাঁস একটি পুষ্টিকর ফল। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ। এটি মানব শরীরের জন্য উপকারী। এটি রসালো হওয়ায় শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এই ফল চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বাড়াতে সহায়তা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদভ

অপহৃত এনসিপি কর্মী উদ্ধার

ভেনেজুয়েলায় যেতে প্রস্তুতি নিচ্ছে শীর্ষ তেল কোম্পানি

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

১০

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

১১

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

১২

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

১৩

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

১৪

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১৫

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১৭

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৮

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৯

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

২০
X