গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নার্স আহত হয়েছেন। এর জেরে বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৩ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাপলা আক্তার গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মো. সুরুজ্জামান বলেন, মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে নাওজোড় এলাকার দিকে যাচ্ছিলেন শাপলা আক্তার। তাদের বহনকারী মোটরসাইকেলটি কাশেম টেক্সটাইলের সামনে এসে পৌঁছালে তাকওয়া পরিবহনের একটি বাস তাদের বাইকটিকে ধাক্কা দেয়। এতে শাপলা আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনার পর বাসটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন