ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল মেকানিককে গুলি করার অভিযোগ

ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ফাঁড়ি। ছবি : কালবেলা
ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ফাঁড়ি। ছবি : কালবেলা

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল ঠিক করে দিতে না পারায় এক মেকানিককে পিটিয়ে আহত ও গুলি করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিওরদাহ পুলিশ ফাঁড়িসংলগ্ন শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ ওঠা ওই পুলিশ সদস্যের নাম রিকন হোসেন। তিনি শিওরদাহ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত।

আহত রিপন হোসেন শিওরদাহ গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। বাজারে তার তরকারির ব্যবসা রয়েছে তার। পাশাপাশি মোটরসাইকেল ঠিক করার কাজ করেন তিনি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল স্টার্ট হচ্ছিল না। শিওরদাহ বাজারে রিপনের কাছে আনলে তিনি জানান সে এটা ঠিক করতে পারবেন না। ভালো মেকানিক দেখাতে হবে। এতেই ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক মারেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে রাইফেল উচিয়ে গুলি করতে যান। তবে পাশের এক দোকানদার রাইফেলের নল ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান এবং ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও রাইফেলের নল ধরে ফেলা দোকানদার তুষার বলেন, আমি ওষুধ আনতে গেছিলাম। গিয়ে দেখি ওই পুলিশ লাঠি দিয়ে রিপনকে মারছে আর দোকান থেকে বের হতে বলছে। এ সময় সে হুমকি দিতে থাকে বের না হলে গুলি করবে। পরে আমি রাইফেলের বাট ধরে ফেলায় সে গুলি করলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পাথরের মধ্যে লাগে।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি তাইজেল হোসেন বলেন, রিপনকে মারতে মারতে ওই পুলিশ বলে দোকান থেকে বের না হলে গুলি করে দেব। আর আশপাশের লোকজনকে হুমকি দিতে থাকে এগোলেই গুলি করবে। পরে সে গুলি করে।

ঘটনাস্থলের পাশের এক দোকানদার বলেন, আমি এখানে আসতে আসতে দেখি তুষার ওই পুলিশের রাইফেল ধরে রেখেছে আর পুলিশ চারপাশে রাইফেল ঘুরাচ্ছে আর বলছে গুলি করে দেব। আমি যেতে না যেতেই সে গুলি করে দেয়।

মোটরসাইকেল মেকানিক রিপনের বাবা মতিয়ার হোসেন বলেন, আমার ছেলেকে বিনা অন্যায়ে পুলিশ মেরেছে। সে মেকানিক না, তরকারি বিক্রি করে। তবে টুকটাক মোটরসাইকেলের কাজ জানে। ওর অপরাধ শুধু বলেছে এ কাজ আমি করতে পারব না। এতেই লাঠি দিয়ে ছেলেকে মেরেছে, দোকান ভাঙচুর করেছে। পাশের এক দোকানদার বন্দুক ধরে ফেলায় আমার ছেলের গায়ে গুলি লাগেনি।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, আমাদের একজন পুলিশ সদস্য যশোরে ডিউটিতে যাচ্ছিল। পথিমধ্যে তার মোটরসাইকেল নষ্ট হলে সে শিওরদাহ বাজারে গ্যারেজে যায়। সেখানে লোকজনের সঙ্গে তার কথাকাটাকাটি, ধাক্কাধাক্কি, হাতাহাতি হয়। পরে ওর কাছে থাকা একটি রাইফেল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায় যেটাকে আমরা মিসফায়ার বলি।

তিনি বলেন, এটা নিয়ে খুব উত্তেজনার সৃষ্টি হয়, এলাকার লোক উত্তেজিত হয়। সিনিয়র কর্মকর্তাসহ আমরা সেখানে যাই, ক্যাম্প থেকে ওকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি। ওর কাছ থেকে অস্ত্র ও গুলি সিজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সহকারী হাইকমিশনে হামলার নিন্দা ছাত্র ফেডারেশনের

দুবাই এক্সপোতে অর্গানিক ফাংশনাল ফুড প্রদর্শন

এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখর-উজ-জামান জাহাঙ্গীর 

চিন্ময়কাণ্ডে পুলিশের ওপর হামলায় ৮ আসামির ৭ দিনের রিমান্ড

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

সুশাসন ও জবাবদিহিতায় জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর 

দুবাই এক্সপোতে অংশগ্রহণ করল অর্গানিক নিউট্রিশন লিমিটেড

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা / ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

নতুন বাংলাদেশে আমার মা-বাবা হত্যার বিচার চাই : মেঘ

কেরানীগঞ্জে পরীক্ষার হলে অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

১০

আলিফ হত্যা মামলায় ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট

১১

চাকরি বাঁচাতে বেরোবি শিক্ষক গোলাম রব্বানীর গণস্বাক্ষর অভিযান

১২

ঢাবি ছাত্রীর স্ট্যাটাস / ‘প্লিজ হেল্প মি, জীবননাশের আশঙ্কায় আমি’ অতঃপর... 

১৩

‘এমবাপ্পে সমস্যা’—যা বললেন কোচ

১৪

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিন অনাহারে, মরদেহ সাগরে ফেলা

১৫

জেল থেকে পালিয়ে বাদীকে জোড়া খুনের আসামির হত্যার হুমকি

১৬

থার্ড টার্মিনালের অতিরিক্ত ব্যয় নিয়ে তদন্ত হবে : হাসান আরিফ

১৭

নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় : তারেক রহমান

১৮

শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের

১৯

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

২০
X