নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ধীরগতিতে চলছে রাজশাহী রুটের সব ট্রেন। শুক্রবার (০৭ জুন) বিকেলে স্থানীয়রা রেললাইন ভাঙা দেখতে পান। খবর পেয়ে ভাঙা রেললাইন মেরামতের কাজ শুরু করছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় কয়েকজন লোকমনপুর ও আব্দুলপুর স্টেশনের মধ্যবর্তী মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইনের কিছু অংশ ভাঙা দেখতে পান। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে আসছিল। বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে ট্রেনটি থামানোর জন্য লোকোমাস্টারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। তবে, দ্রুতগতিতে ভাঙা লাইন পার হয়ে তারপর থামে ঢালারচর এক্সপ্রেস। ট্রেনে থাকা গার্ড, লোকোমাস্টারসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে, শুরু হয় ভাঙা রেললাইন মেরামতের কাজ।
ভাঙা রেললাইন মেরামতের দায়িত্বে থাকা মিস্ত্রী শরিফুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রেললাইন ভাঙার খবর জানতে পারি। তৎক্ষণাৎ আমরা আব্দুলপুর স্টেশন থেকে সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।
রেল চলাচল অব্যাহত রাখতে কর্তৃপক্ষের নির্দেশে ভাঙা রেললাইন দিয়ে ১০-১২ কিমি গতিতে ট্রেন চলাচল করছে বলে জানান তিনি।
মন্তব্য করুন