চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেলে চরভৈরবী এলাকা হতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম।
আটককৃত জেলেরা হলেন- মো. আলী হোসেন বেপারী (৩৫), আব্দুল্লাহ (২৭), আলামিন (৩০), আল আমিন (৩০), মো. জাকির হাওলাদার (৬০), মো. স্বপন (২২), জাকির হোসেন (২৬), নাঈম মোল্লা (১৮), আলতাফ বেপারী (১৯) এবং ইদ্রিস মাল (৪০)। তারা সকলেই বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম বলেন, জেলেদের থেকে ১৫ লাখ টাকা সমমূল্যের আড়াই লাখ বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার ও ডবল ইঞ্জিনচালিত ১টি কাঠের নৌকা জব্দ করেছি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন