গরুর পচা মাংস বিক্রি করার অপরাধে নওগাঁয় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের পার নওগাঁ-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুর রসিদ ও সাগর গরুর পচা মাংস বিক্রি করায় তাদের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা ৮০ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে।’ ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম ও মো. বদরুদ্দোজা জিমেইলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন