বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ঈদের রাতে ২ যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।

এসময় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়া প্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জের ধরে এ খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুপক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তারা।

শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউক্যালিপটাস বাগান সংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেন (১৮) নামের এক যুবককে উদ্ধার করে।

নিহত শরীফের বাবা দুদু মিয়া জানান, ঈদের দিন রাতে বাসায় খাবার খাওয়ার পর এক বন্ধুর ফোন পেয়ে রাত ১২টার দিকে বের হয়ে যায় শরীফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে গিয়ে দেখেন অন্তত ২০ জনের একটি দল পালিয়ে যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে সোমবার রাতে রিকশাযোগে নিশিন্দারা উপশহর যাওয়ার পথে মোস্তাফাবিয়া মাদ্রাসার সামনে কয়েকজন যুবক রিকশা আটকিয়ে তাকে উত্ত্যক্ত করে। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এক প্রবাসী নারীকে উত্যক্তের জের হতে খুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমার্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১০

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১১

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১২

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৪

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৫

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৬

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৭

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

১৮

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

১৯

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

২০
X