ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট উইনিয়নে বজ্রপাতে সানজেলা মার্ডি (৩৮) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। তিনি বড়বাড়ি গ্রামের মৃত বুধরাই মার্ডির ছেলে।
বৃহস্পতিবার (২০ জুন) ভোর রাতে বড়বাড়ি চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ভিনসেন মার্ডি জানান, আমরা রাতে বাড়ির পাশে সানজেলা মার্ডিসহ আমবাগান পাহারা দিচ্ছিলাম। রাত ৩টার দিকে বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে আমরা মাটিতে লুটিয়ে পড়ি। পড়ে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজির মার্ডি মৃত ঘোষণা করেন।
জাবরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ভোর রাতে বজ্রপাতের আঘাতে সানজেলা মার্ডি নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। সে বাড়ির আম বাগান পাহারা দিচ্ছিল।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক আদিবাসী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন