চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় এইচএম জহিরুল হাওলাদার হিমেল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের ছেলে। এইচএম জহিরুল হাওলাদার হিমেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার টেকনোলজির (আইইউবিএটি) মেধাবী ছাত্র ছিলেন।
জানা যায়, বুধবার (১৯ জুন) রাত ৯টার দিকে তার বাড়িসংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিলেন। এমন সময় এখলাছপুর থেকে মোহনপুরমুখী একটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল জহিরুলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মানিক, দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলার রিয়াজুল হাসান রিয়াজ, আ.লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি প্রমুখ।
এদিকে ঘাতক মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ইয়াছিন (২২) ও আইঠাদি মাথাভাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহুল (২২)।
মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন