সরকারি কেনাকাটায় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের (ডিসি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী ভূমি কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ারসহ তিনজনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শহিদুল ইসলামকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রবিউল ইসলামকে চররাজিবপুর উপজেলা ভূমি অফিসে ও সদর উপজেলার সালন্দর ও জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খগেন্দ্র নাথ সরকারকে গাইবান্ধার সাঘাটা জুমারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।
জানা গেছে, এর আগে গত ৩ জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দুদক আয়োজিত গণশুনানিতে ওই তিনজনের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে শাস্তিস্বরূপ তাদের এ জেলা থেকে অন্যত্র বদলির আদেশ জারি করা হয়েছে।
জানতে চাইলে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী কালবেলাকে বলেন, শুধু দুর্নীতির অভিযোগে বদলি এমনটি নয়। তাদের বিষয়ে নানা অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন