জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দামড়ি দিচ্ছে ৩ কেজি দুধ

গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়া দামড়ি। ছবি : কালবেলা
গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়া দামড়ি। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ১৮ মাস বয়সী একটি গরু। উপজেলার পালেরচর ইউনিয়নের মধু মাদবর কান্দি গ্রামের বাসিন্দা হুমায়ুন শরীফের গরুটি গত দুই মাস ২/৩ লিটার করে দুধ দিচ্ছে।

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বাছুরটি দেখতে উৎসুক জনতা হুমায়ুন শরীফের বাড়িতে ভিড় করছেন। এ ছাড়া অনেকে আবার সেই দুধ মানত করে কিনে নিচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা দুর্লভ হলেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বরাত দিয়ে তারা বলেন, মূলত কোনো পশুর শরীরে হরমোনের ভারসাম্যহীনতার দেখা দিলে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে। আর এ দুধ সেবনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

সরেজমিনে গিয়ে জানা গেছে, হুমায়ুন শরীফ দম্পতি দেশি জাতের গরু লালন পালন করেন। তার একটি গাভি গত সাড়ে তিন বছরে পর্যায়ক্রমে দুটি বাচ্চা প্রসব করেছে। আগের একটি বাছুর বড় করে বিক্রিও করেছেন। এবার কোরবানি ঈদে গাভিটিকেও বিক্রি করে দিয়েছেন। তবে শেষবারের বাছুরটি একদমই ব‌্যতিক্রম। হঠাৎ করে প্রতিদিনই দুই থেকে তিন লিটার দুধ দিচ্ছে গর্ভধারণ বা বাচ্চা প্রসব ছাড়াই।

প্রায় দুইমাস আগে হুমায়ুন শরীফের স্ত্রী গরুটিকে খাবার খাওয়ানোর জন্য গেলে গরুর দুধের বাঁট ফোলা দেখে ধারণা করেন, এর বাঁটে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক গরুটির স্তন থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন আধা কেজি দুধ দেয়। সেগুলো তারা পদ্মা নদীতে ফেলে দিতেন। এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন ২/৩ লিটার দুধ দিচ্ছে।

বাচ্চা ছাড়া দুধ দেওয়ার এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে খালি বোতল নিয়ে লোকজন এসে ভিড় জমাচ্ছেন হুমায়ুন শরীফের বাড়িতে। কেউ কেউ মানত করে ১০০-৫০০ টাকা দিয়ে কিনে নিচ্ছেন দুধ। আবার ১০০ গ্রাম দুধের জন্য হাজার টাকাও দিচ্ছেন অনেকে।

গরুর মালিক হুমায়ুন শরীফের সঙ্গে কথা বলতে গেলে তার স্ত্রী নুরজাহান বেগম এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন এবং উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এগুলো দিয়ে আপনারা কী করবেন? আপনাদের আমি ডেকেছি? আপনারা চলে যান।

হুমায়ুন শরীফের প্রতিবেশী ফারুক শরীফ বলেন, গাভির বাছুর মারা গেলে সেই গাভি দুধ দেওয়া বন্ধ করে দেয়। আর এখানে বাছুর ছাড়াই দুধ দিচ্ছে। বিষয়টি ব‌্যতিক্রম।

পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি হুমায়ুন শরীফের একটি গাভি গর্ভধারণ ছাড়াই গরু দুধ দিচ্ছে। তবে তা নিয়ে কুসংস্কার ছড়ানো হচ্ছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক কালবেলাকে বলেন, প্রাণির হরমোনের ভারসাম্যহীনতার কারণে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে। এটি কোনো রোগ নয়। স্বাভাবিক বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় এক মাসে ১২ ট্রান্সফরমার চুরি, ক্ষতি ১০ লাখ টাকা

নিজের সাফাই গেয়ে যা বললেন ক্যাবরেরা

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সমন্বিত ৯ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

১০

টুইঙ্কেল আমার সঙ্গে কাজ করতে চাইত না: অক্ষয়

১১

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

১২

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

১৩

আজকের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

১৫

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

১৬

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১৭

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

১৮

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

১৯

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

২০
X