সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার সহযোগিতায় ঘরে ফিরল নিখোঁজ প্রতিবন্ধী শিশু

নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত
নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত

পথ ভুলে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী নুসাইবাকে (১৪) পরিবারের কাছে ফিরিয়ে দিল ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। রাস্তা হারিয়ে রাজধানীর বাড্ডা থেকে সাভারে চলে আসে নুসাইবা। স্বাভাবিক কথা বলতে ও চলতে না পারায় কোনোভাবেই নিজের গন্তব্যের কথা বলতে না পেরে হন্যে হয়ে ঘুরছিল এদিক সেদিক। কিন্তু আর সবার নজর এড়াতে পারলেও সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আক্তার বাবুর চোখ এড়াতে পারেনি ছোট্ট নুসাইবা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা বাবু কালবেলাকে বলেন, গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে আমি সাভার গেণ্ডা এলাকায় একটি মেয়েকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে পরিচিত এক বাসচালকের মাধ্যমে জানতে পারি, ওই মেয়েটি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকা থেকে তার বাসে চড়ে সাভারে চলে এসেছে কিন্তু শিশুটি কিছুই ঠিকঠাক মতো বলতে পারছে না।

পরে আমি ওই মেয়েটিকে আমার হেফাজতে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তবে সে কিছুই বলতে পারছিল না। পরবর্তীতে তার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে তাকে ইশারায় পরিবারের কাছে কল দিতে বললে তখন মেয়েটি তার ইচ্ছামতো নাম্বারে ডায়াল করতে থাকে কিন্তু সবকটি নাম্বারই ছিল ভুল। পরবর্তী প্রায় ৫০ নাম্বারে কল দেওয়ার পর একটি নাম্বারে কথা বলে বুঝতে পারি নাম্বারটি মেয়েটির স্বজনের।

একপর্যায়ে ওই শিশুটিকে নিয়ে সাভার মডেল থানায় চলে আসেন এবং থানার ওসির মাধ্যমে উপযুক্ত প্রমাণসাপেক্ষে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন ছাত্রলীগ নেতা বাবু।

এ ব্যাপারে শিশুটির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেন জানান, ‘আমার মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এর আগেও একাধিকবার সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তখন আশপাশে খোঁজ করে সন্ধান মিললেও এবার অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাচ্ছিলাম না। এতে আমি এবং আমার স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়ি। আমাদের কাছে মনে হচ্ছিল আর বুঝি আমাদের আদরের নুসাইবাকে কোনোদিন দেখতে পাব না। কিন্তু হঠাৎ একটি নাম্বার থেকে ফোন করে আমাদের জানানো হয়, আমার মেয়ে নুসাইবা সাভারে আছে। পরে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে গতকাল রাতে আমরা সাভারে এসে আমার মেয়েকে ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন নেতা হিসেবে বাবু ভাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমার হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।’

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বলেন, গতকাল রাতে হারিয়ে যাওয়া একটি বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করেছে।

শিশু নুসাইবা রাজধানীর উত্তর বাড্ডা সাঁতারকুল রোড এলাকার বাসিন্দা মোবারক হোসেন ও চিনু বেগম দম্পতির সন্তান। তিন বোনের মধ্যে নুসাইবা সবার ছোট। বর্তমানে সে উত্তর বাড্ডা এলাকার রত্নগর্ভা ফরিদা জামান বিশেষায়িত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

মানুষ ঘুমের মধ্যে কেন হাসে, কী করণীয়

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১০

বাইচের নৌকা ডুবে নিহত ২

১১

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

১২

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

১৩

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

১৪

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৫

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

১৮

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

১৯

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

২০
X