সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার সহযোগিতায় ঘরে ফিরল নিখোঁজ প্রতিবন্ধী শিশু

নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত
নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত

পথ ভুলে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী নুসাইবাকে (১৪) পরিবারের কাছে ফিরিয়ে দিল ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। রাস্তা হারিয়ে রাজধানীর বাড্ডা থেকে সাভারে চলে আসে নুসাইবা। স্বাভাবিক কথা বলতে ও চলতে না পারায় কোনোভাবেই নিজের গন্তব্যের কথা বলতে না পেরে হন্যে হয়ে ঘুরছিল এদিক সেদিক। কিন্তু আর সবার নজর এড়াতে পারলেও সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আক্তার বাবুর চোখ এড়াতে পারেনি ছোট্ট নুসাইবা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা বাবু কালবেলাকে বলেন, গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে আমি সাভার গেণ্ডা এলাকায় একটি মেয়েকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে পরিচিত এক বাসচালকের মাধ্যমে জানতে পারি, ওই মেয়েটি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকা থেকে তার বাসে চড়ে সাভারে চলে এসেছে কিন্তু শিশুটি কিছুই ঠিকঠাক মতো বলতে পারছে না।

পরে আমি ওই মেয়েটিকে আমার হেফাজতে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তবে সে কিছুই বলতে পারছিল না। পরবর্তীতে তার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে তাকে ইশারায় পরিবারের কাছে কল দিতে বললে তখন মেয়েটি তার ইচ্ছামতো নাম্বারে ডায়াল করতে থাকে কিন্তু সবকটি নাম্বারই ছিল ভুল। পরবর্তী প্রায় ৫০ নাম্বারে কল দেওয়ার পর একটি নাম্বারে কথা বলে বুঝতে পারি নাম্বারটি মেয়েটির স্বজনের।

একপর্যায়ে ওই শিশুটিকে নিয়ে সাভার মডেল থানায় চলে আসেন এবং থানার ওসির মাধ্যমে উপযুক্ত প্রমাণসাপেক্ষে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন ছাত্রলীগ নেতা বাবু।

এ ব্যাপারে শিশুটির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেন জানান, ‘আমার মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এর আগেও একাধিকবার সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তখন আশপাশে খোঁজ করে সন্ধান মিললেও এবার অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাচ্ছিলাম না। এতে আমি এবং আমার স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়ি। আমাদের কাছে মনে হচ্ছিল আর বুঝি আমাদের আদরের নুসাইবাকে কোনোদিন দেখতে পাব না। কিন্তু হঠাৎ একটি নাম্বার থেকে ফোন করে আমাদের জানানো হয়, আমার মেয়ে নুসাইবা সাভারে আছে। পরে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে গতকাল রাতে আমরা সাভারে এসে আমার মেয়েকে ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন নেতা হিসেবে বাবু ভাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমার হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।’

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বলেন, গতকাল রাতে হারিয়ে যাওয়া একটি বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করেছে।

শিশু নুসাইবা রাজধানীর উত্তর বাড্ডা সাঁতারকুল রোড এলাকার বাসিন্দা মোবারক হোসেন ও চিনু বেগম দম্পতির সন্তান। তিন বোনের মধ্যে নুসাইবা সবার ছোট। বর্তমানে সে উত্তর বাড্ডা এলাকার রত্নগর্ভা ফরিদা জামান বিশেষায়িত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১০

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১১

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১২

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৩

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৪

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

১৫

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

১৬

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

১৭

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

১৮

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

১৯

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

২০
X