সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার সহযোগিতায় ঘরে ফিরল নিখোঁজ প্রতিবন্ধী শিশু

নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত
নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত

পথ ভুলে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী নুসাইবাকে (১৪) পরিবারের কাছে ফিরিয়ে দিল ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। রাস্তা হারিয়ে রাজধানীর বাড্ডা থেকে সাভারে চলে আসে নুসাইবা। স্বাভাবিক কথা বলতে ও চলতে না পারায় কোনোভাবেই নিজের গন্তব্যের কথা বলতে না পেরে হন্যে হয়ে ঘুরছিল এদিক সেদিক। কিন্তু আর সবার নজর এড়াতে পারলেও সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আক্তার বাবুর চোখ এড়াতে পারেনি ছোট্ট নুসাইবা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা বাবু কালবেলাকে বলেন, গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে আমি সাভার গেণ্ডা এলাকায় একটি মেয়েকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে পরিচিত এক বাসচালকের মাধ্যমে জানতে পারি, ওই মেয়েটি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকা থেকে তার বাসে চড়ে সাভারে চলে এসেছে কিন্তু শিশুটি কিছুই ঠিকঠাক মতো বলতে পারছে না।

পরে আমি ওই মেয়েটিকে আমার হেফাজতে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তবে সে কিছুই বলতে পারছিল না। পরবর্তীতে তার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে তাকে ইশারায় পরিবারের কাছে কল দিতে বললে তখন মেয়েটি তার ইচ্ছামতো নাম্বারে ডায়াল করতে থাকে কিন্তু সবকটি নাম্বারই ছিল ভুল। পরবর্তী প্রায় ৫০ নাম্বারে কল দেওয়ার পর একটি নাম্বারে কথা বলে বুঝতে পারি নাম্বারটি মেয়েটির স্বজনের।

একপর্যায়ে ওই শিশুটিকে নিয়ে সাভার মডেল থানায় চলে আসেন এবং থানার ওসির মাধ্যমে উপযুক্ত প্রমাণসাপেক্ষে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন ছাত্রলীগ নেতা বাবু।

এ ব্যাপারে শিশুটির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেন জানান, ‘আমার মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এর আগেও একাধিকবার সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তখন আশপাশে খোঁজ করে সন্ধান মিললেও এবার অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাচ্ছিলাম না। এতে আমি এবং আমার স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়ি। আমাদের কাছে মনে হচ্ছিল আর বুঝি আমাদের আদরের নুসাইবাকে কোনোদিন দেখতে পাব না। কিন্তু হঠাৎ একটি নাম্বার থেকে ফোন করে আমাদের জানানো হয়, আমার মেয়ে নুসাইবা সাভারে আছে। পরে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে গতকাল রাতে আমরা সাভারে এসে আমার মেয়েকে ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন নেতা হিসেবে বাবু ভাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমার হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।’

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বলেন, গতকাল রাতে হারিয়ে যাওয়া একটি বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করেছে।

শিশু নুসাইবা রাজধানীর উত্তর বাড্ডা সাঁতারকুল রোড এলাকার বাসিন্দা মোবারক হোসেন ও চিনু বেগম দম্পতির সন্তান। তিন বোনের মধ্যে নুসাইবা সবার ছোট। বর্তমানে সে উত্তর বাড্ডা এলাকার রত্নগর্ভা ফরিদা জামান বিশেষায়িত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান, সূচি ঘোষণা

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে, যা জানা গেল

বেলজিয়াম / যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগর পুলিশে বড় রদবদল

নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

১১

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর, আসনপ্রতি লড়বেন ৯৭ জন

১২

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

১৩

এয়ার অ্যাম্বুলেন্স কী, খরচ কেমন হতে পারে?

১৪

ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন কোন পটে কারা

১৫

শাজাহান খানের মেয়ে ঐশীর নামে দুদকের মামলা

১৬

জাবিতে চার আবাসিক হলের নাম পরিবর্তন

১৭

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

১৮

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

১৯

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

২০
X