আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এখানে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার : আইনমন্ত্রী

হাসপাতালে অভিযান পরিচালনাকালে কর্মীদের একাংশ। ছবি : কালবেলা
হাসপাতালে অভিযান পরিচালনাকালে কর্মীদের একাংশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা এবং খাবারের মান নিয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এখানে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার’।

শনিবার (২৯ জুন) দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের জন্য নিম্নমানের খাবার পরিবেশন দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে ভিডিওকলে হাসপাতালের অবস্থা দেখেন মন্ত্রী। অপরিচ্ছন্ন অবস্থা দেখে ক্ষুব্ধ মন্ত্রী প্রশ্ন করেন, এই হাসপাতালে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার। তিনি পরিচ্ছন্নতার কাজে থাকা জনপ্রতিনিধিসহ ছাত্র-যুবকদের ধন্যবাদ জানিয়ে এমন কাজ প্রতিনিয়ত পরিচালনা করার নির্দেশ দেন।

এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রীর নির্দেশে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করি। আমরা হাসপাতালে অবস্থানকালে দেখতে পাই বিকেল ৩টা পর্যন্ত রোগীদের দুপুরের খাবার দেওয়া হয়নি। ওই সময় খাবার তৈরির ঘরে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পাই। পরে দায়িত্বরত বাবুর্চির ঘরে গিয়ে দেখতে সেখানে ১ কেজির কম চালের ভাত এবং পাঙ্গাস মাছের ছোট ছোট কয়েকটি পিস রোগীদের জন্য রাখা আছে। যা খাবার অযোগ্য। যদিও আমার দেখামতে, অন্তত ৪০ জনের মতো রোগী তখনো হাসপাতালে ভর্তি ছিল। বিষয়টি তাৎক্ষণিক হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আসাদুজ্জামান ভূইয়া বিকেল৩টা পর্যন্ত খাবার না পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, নিম্নমানের খাবার পরিবেশনের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। টেন্ডার জটিলতায় আমরা অব্যবহৃত জিনিসগুলো প্রবেশমুখ থেকে সরাতে পারিনি। মন্ত্রী মহোদয়ের নির্দেশ পেয়ে ইতোমধ্যে আমরা সির্ভিল সার্জনকে বিষয়টি অবহিত করেছি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন বেগ শাপলু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী এবং নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ছাত্র-যুবকদের একটি দল বেলা ১১টা থেকে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় হাসপাতালের প্রবেশমুখ থেকে কয়েক টন আবর্জনা তারা অপসারণ করেন। তাদের এ কার্যক্রম চলে বিকেল পৌনে ৪টা পর্যন্ত। পরিচ্ছন্নতা অভিযানে দলটিতে অন্তত ৭০ জন অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

১০

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১১

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১২

বিরতির পর ফিরলেন কিয়ারা

১৩

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৪

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৫

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৬

ভিভোতে চলছে নিয়োগ

১৭

বেগম রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি 

১৮

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

১৯

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

২০
X