প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ম্যাচে বিশ্রাম নিলেও মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে বিশ্রাম পাননি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে শুরু থেকে খেলেছেন মেসি। গোল করার পাশাপাশি, করিয়েছেনও। মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
আটলান্টার বিপক্ষে প্রথম গোলের জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। ম্যাচের ৩৯ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি। এতে দল এগিয়ে যায় ১-০ গোলে।
বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোল করতে সহায়তা করেন মেসি। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ।
মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে। আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। চলমান এমএলএসে ২৬ গোল করার মধ্য দিয়ে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন।
মন্তব্য করুন