প্রায় এক যুগেরও বেশি সময়ের ভালোবাসা, বন্ধন আর বোঝাপড়ার নিখুঁত উদাহরণ সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। বলিউডের এই তারকা দম্পতি আজও যেন প্রেমের প্রথম দিনের মতোই পরস্পরের প্রতি নিবেদিত। তবে সম্প্রতি ভারতীয় এক গণপমাধ্যমের সাক্ষাৎকারে সাইফ আলি খান জানালেন, সুখী দাম্পত্যের এই স্থিরতার পেছনে রয়েছে কারিনার রাগ সামলানোর এক গোপন কৌশল।
প্রকাশিত সেই সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই আমার মূল ভরসা। কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।’
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়েও তারা একসঙ্গে সুখে আছেন দুই সন্তানকে নিয়ে।
এর আগে কারিনা কাপুরও জানিয়েছিলেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি। কারিনার কথায়, ‘ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’
মন্তব্য করুন