কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য
ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য

মার্কেটিং পেশাজীবীদের সংগঠন ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের (বিপিবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৫.০’। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে রেনেসাঁস হোটেলে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেন তিন শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ডের নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা।

দিনব্যাপী এ আয়োজনে আটটি ইনসাইট ও প্যানেল সেশনে ২৫ জন বক্তা আলোচনা করেন ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবরেশনের মতো বিষয় নিয়ে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই ফেস্টের মূল থিম ছিল ‘Innovation Nourishes Growth’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মাদ ইলিয়াস। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ইনোভেশন, মার্কেট ইনসাইট আর কোলাবরেশন এখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। এই উৎসব কেবল একটি আয়োজন নয়, এটি একটি শেখার আন্দোলন।’

দিনের প্রথম সেশন ছিল ‘The Market We Serve: Current Realities and Future Prospects of Food & Beverage’। পরিচালনা করেন ওয়াকিদ হায়দার, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড।

প্যানেলে ছিলেন মাহবুব হোসেন সজিব (আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড), মোহাম্মদ আনিসুল ইসলাম (প্যান্ডামার্ট, ফুডপান্ডা), মোরতুজা আহমেদ (মিনা বাজার), মো. তাসবি মাহবুব (ফুড মার্কেটিং প্র্যাকটিশনার) এবং রজীব সাহা (কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। তারা বলেন, বাংলাদেশের ফুড মার্কেট এখন দ্রুত পরিবর্তনশীল— যেখানে ভোক্তার অভ্যাস, প্রযুক্তি আর পণ্য উন্নয়ন একসাথে নতুন প্রবণতা তৈরি করছে।

দ্বিতীয় সেশন ‘Safe Food, Strong Brands: Building Consumer Confidence through Standards’-এ আলোচনা হয় খাদ্যের মান, নিরাপত্তা ও ব্র্যান্ড আস্থার সম্পর্ক নিয়ে। অংশ নেন রিয়াশাদ জামান (নেসলে বাংলাদেশ পিএলসি), এস এম আবু সাঈদ (বিএসটিআই) এবং এমডি ইমরুল হাসান (ফুড সেইফটি ইন বাংলাদেশ)।

এরপরের ইনসাইট সেশনে গ্রামীণ দানোন ফুডস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, একটি ব্র্যান্ডের আসল শক্তি তখনই প্রকাশ পায়, যখন সেটি শুধু পণ্য নয়, একটি উদ্দেশ্য নিয়েও কাজ করে।

CXO Panel ‘From Disruption to Expansion: The Pathway for Food & Beverage Growth’-এ অংশ নেন ড. রাফিউদ্দিন আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), মোহাম্মদ মফাসসেল হক (টি.কে. গ্রুপ), রুহিনা হালিম (কোয়ান্টাম কনজিউমার সলিউশনস) এবং এ কে এম জাবেদ (ডেকো ফুডস লিমিটেড)। আলোচনায় উঠে আসে কীভাবে পরিবর্তনকে সুযোগে রূপান্তরিত করা যায় এবং নেতৃত্বের ভূমিকা কীভাবে ব্র্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করে।

নেসলে বাংলাদেশ পিএলসির সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন তার সেশন ‘Driving Growth through Innovation as One GD Team’-এ বলেন, গ্রোথ কখনো একা আসে না, আসে দলগত ইনোভেশনের মাধ্যমে।

MD Panel ‘Empowering Evolution, Ensuring Growth’-এ অংশ নেন এমডি নাহারুল ইসলাম মোল্লা (ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড), দীপেশ নাগ (গ্রামীণ দানোন ফুডস লিমিটেড) এবং মডারেটর হিসেবে ছিলেন কাজী মোহিউদ্দিন (এমজিআই)। তারা বলেন, এখনকার নেতৃত্ব মানে শুধু ব্যবসা পরিচালনা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।

এ আয়োজনে প্রকাশিত হয় CMO Bangladesh Magazine-এর তৃতীয় সংখ্যা, যার মূল থিম ছিল ‘Innovation Nourishes Growth’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ এমডি, সিএক্সও, সিএমও এবং বিভিন্ন ব্র্যান্ড লিডার।

সৈয়দ আপন আহসান, ডিরেক্টর ও চিফ বিলিফ অফিসার, এক্সপ্রেশন্স লিমিটেড, এবং জেনারেল সেক্রেটারি, AAAB, তার সেশনে দেখান কীভাবে ইনোভেটিভ প্যাকেজিং এখন ব্র্যান্ড গল্প বলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

শেষ সেশন ‘Navigating Today’s Food & Beverage Market Dynamics with Smarter Strategies’ (CMO Panel)-এ অংশ নেন সুমাইয়া মুতিয়াতুর রাসুল (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), এমডি মাইদুল ইসলাম (আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড), মোহাম্মদ ইব্রাহিম খলিল (টি.কে. গ্রুপ), পর্ণি মজুমদার (বস ম্যান ফিল্ম-ফুড-ডিজিটাল), এমডি আকতারুজ্জামান (নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ) এবং আবু ওবায়দা ইমন (ডমিনোস পিজ্জা বাংলাদেশ)। তারা বলেন, নতুন যুগের মার্কেটিং মানে হলো ডেটা, গল্প আর কনজিউমারের আবেগের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা।

পুরো আয়োজনে মূল ফোকাস ছিল সহযোগিতা, উদ্ভাবন ও শেখার সংস্কৃতি। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ফুড মার্কেটিং ইন্ডাস্ট্রির পরিবর্তন, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ব্র্যান্ড ইনোভেশনের বাস্তব অভিজ্ঞতা।

পার্টনারদের প্রতিনিধি বক্তৃতায় এই উদ্যোগের প্রতি তাদের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

নেসলে বাংলাদেশ পিএলসির সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন বলেন, শুরু থেকেই আমরা এই ফেস্টের সঙ্গে যুক্ত আছি। এই প্ল্যাটফর্ম শুধু মার্কেটিং নয়, বরং শেখা ও লিডারশিপের এক সুন্দর সংযোগ।

Bakeman’s চিফ মার্কেটিং অফিসার তুষার এস ইসলাম বলেন, এই আয়োজন বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির জন্য এক অনন্য সংযোগ তৈরি করেছে। আমরা শুরু থেকেই এর পাশে আছি এবং থাকব।

PUSTI এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মফাসসেল হক বলেন, এই ফেস্ট পেশাজীবীদের শেখা ও ইনোভেশনে উৎসাহিত করছে। আমরা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের সঙ্গে এই উন্নয়নের পথে একসাথে আছি।

Mojo এর চিফ মার্কেটিং অফিসার এমডি মাইদুল ইসলাম বলেন, ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট আমাদের ইন্ডাস্ট্রির শক্তি, গল্প ও সহযোগিতার প্রতীক।

দিনব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় গালা ডিনার, যেখানে অংশ নেন দেশের শীর্ষ ব্র্যান্ড, এজেন্সি, উদ্যোক্তা ও মার্কেটিং বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১০

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১১

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১২

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১৩

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৪

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৫

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১৭

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

১৮

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

১৯

শীত আসছে, এসির যেসব কাজ না করলে বিপদ

২০
X