কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই করে পালানোর সময় গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)। ছবি : কালবেলা

মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে, তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি ভ্যানিটি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত টহল ডিউটি করার সময় সংবাদ পায় কয়েকজন ছিনতাইকারী রাজারবাগ মোড় এলাকা থেকে ছিনতাই করে ফকিরাপুলের দিকে পালিয়ে যাচ্ছে। টহল টিম বিষয়টি মতিঝিল থানার অন্যান্য টহল টিমকে অবহিত করে।

সংবাদ পেয়ে টহল টিমগুলো ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মতিঝিলের শাপলা চত্বর ও আরামবাগ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১০টায় ছিনতাইকারীরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরাপুল মোড় অতিক্রম করে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় আরামবাগ এলাকায় পৌঁছলে তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে তাদের গ্রেপ্তারের জন্য ধাওয়া করে থানা পুলিশ।

ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় সামনে থাকা একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। ফলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় ছিনতাইকারী দলের কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজারবাগ মোড় এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে রিকশা আরোহী অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

নিয়োগ দিচ্ছে আগোরা

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

১০

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

১৩

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

১৪

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

১৫

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

১৬

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

১৭

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৯

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X