কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই করে পালানোর সময় গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)। ছবি : কালবেলা

মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে, তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি ভ্যানিটি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত টহল ডিউটি করার সময় সংবাদ পায় কয়েকজন ছিনতাইকারী রাজারবাগ মোড় এলাকা থেকে ছিনতাই করে ফকিরাপুলের দিকে পালিয়ে যাচ্ছে। টহল টিম বিষয়টি মতিঝিল থানার অন্যান্য টহল টিমকে অবহিত করে।

সংবাদ পেয়ে টহল টিমগুলো ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মতিঝিলের শাপলা চত্বর ও আরামবাগ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১০টায় ছিনতাইকারীরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরাপুল মোড় অতিক্রম করে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় আরামবাগ এলাকায় পৌঁছলে তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে তাদের গ্রেপ্তারের জন্য ধাওয়া করে থানা পুলিশ।

ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় সামনে থাকা একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। ফলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় ছিনতাইকারী দলের কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজারবাগ মোড় এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে রিকশা আরোহী অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১০

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১১

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১২

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৩

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৪

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৫

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৬

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৭

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৮

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৯

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

২০
X