কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির প্রমাণ দিতে পারলে এনসিপি থেকে পদত্যাগ করবেন তানভীর!

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি : কালবেলা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিষয়ে উত্তর দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যদি এক পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি নিজের ইচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করব। আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নিব।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম ক্ষুণ্নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এসে জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন তানভীর। মামলায় ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী রবিবার (১৬ মার্চ) আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

এরপর কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, এনসিটিবিতে প্রতি বছর প্রায় ৪০ কোটি বই ছাপানো হয়। এর আগে স্বৈরাচার হাসিনা সরকার তাদের দোসর বন্ধু রাষ্ট্র থেকে খুবই নিম্ন মানের বই ছাপিয়ে নিয়ে আসত। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশেই উন্নত মানের কাগজে বই ছাপানো হবে। যখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ে ছিল। এসময়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। তখন যেসমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়েছিল, সেই সিন্ডিকেটের রোষানলে পড়ি। সেখানে রাখাল রাহা নামে এক ব্যক্তি দায়িত্বে ছিলেন। তার সাথে আমার নাম ট্যাগ দিয়ে ৪০০ কোটি টাকার যে দুর্নীতির মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল সেটার বিরুদ্ধে আজকে সর্বপ্রথম যে পত্রিকা নিউজ করেছিল ঢাকা পোস্ট তাদের বিরুদ্ধে মানহানি মামলা করেছি। ৫ আগস্টের পর জন আকাঙ্ক্ষার দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক বন্দোবস্তকে প্রশ্নবিদ্ধ করতে এ অভিযোগ।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যে ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সবকিছু সাচিবিক প্রক্রিয়ার করা হয়েছে। তিলকে তাল বানানো হয়েছে। ১০০ কোটি টাকার কাগজ কেনা হয়েছে। অথচ বলা হয়েছে ৪০০ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এটা হাস্যকর। আমি একজন নাগরিক পার্টির একজন দায়িত্বশীল হিসেবে আমার দ্বারা এ ধরনের কোন কোন একটা কার্য সম্পাদন হবে এটা হতেই পারে না। যখনকার অভিযোগ নিয়ে আসা হয়েছে তখন আমাদের দল গঠনই হয়নি। কিন্তু যেহেতু আমি দায়িত্বে আছি তাই আমার দায়বদ্ধতার জায়গা আছে।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই, আমিও মানহানির মামলা করেছি। বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও ব্যাপারে জানেন যে কীভাবে কী হয়েছে। কীভাবে সিন্ডিকেটের হাত থেকে পাঠ্যপুস্তক উদ্ধার করে ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাই যেহেতু জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকেও বলবো আপনার আপনাদের জায়গা থেকে প্রতিবেদন দিবেন। আমি স্পষ্ট করে বলতে চাই আমার বিরুদ্ধে যদি এক পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি নিজের ইচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করবো। আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নিবে।

সারাদেশে বই এখনো পায়নি প্রশ্নে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, এনসিটিবির বই দুর্নীতি চক্রে অনেকে জড়িত৷ সারা দেশের পরিস্থিতি হলো স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বশীলরা এক ক্লাসে ২৫ জন শিক্ষার্থী থাকলে হাজিরা খাতা না দেখেই ৪০ জন লিখে দেয়। এরপর উপজেলা শিক্ষা অফিসে ১০-১৫ বই জমে যায়, পরে জেলা শিক্ষার অফিসারের কাছে এসে ১০-১৫ লাখ অতিরিক্ত বই জমে যাই। এরপর এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত। এই সব সিন্ডিকেটকে আমি ধরেছি। এনএসআই ও নানা সংস্থাদের সঙ্গে আমরা গিয়ে দেখেছি, ইনভলভ হয়েছি। তখন কেউ আর কাজ করতে পারে না। আমরা হিসাব করে দেখেছি ৫ কোটি বই অতিরিক্ত। কিন্তু ছাত্রই নেই। এই বই তারা ছাপিয়ে সবখানে দিয়ে দিয়েছে। এজন্য বিভিন্ন স্থানে বই এখনো পায়নি।

এদিকে মামলার আবেদনে গাজী সালাউদ্দিন তানভীর উল্লেখ করেন, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মারাত্মক ভগ্নদশা ও নড়বড়ে পরিস্থিতির মধ্যে সালাউদ্দিন তানভীর দিনরাত নিরলস পরিশ্রম করে রাষ্ট্র সংস্কারের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সমস্যা মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিন্ডিকেট ভাঙার জন্য এবং ছাত্ররা যাতে দ্রুত মানসম্মত পাঠ্যপুস্তক পায় তার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডা. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সহযোগিতার জন্য অভিযোগকারীকে (তানভীর) অনুরোধ করলে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সাথে সহযোগিতামূলক কাজ করে তাদের কাজকে গতিশীল ও ত্বরান্বিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১০

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১১

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

১২

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১৩

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১৪

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

১৫

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

১৬

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১৭

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১৮

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১৯

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

২০
X