কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হিযবুত তাহরীরের ৯ জন রিমান্ডে, কারাগারে ১৩

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৯ হিজবুত তাহরীর কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

এদিন ছয়দিনের রিমান্ড শেষে ১৭ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এর মধ্যে চার আসামির পুনারায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা৷ উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় রিমান্ডে যাওয়া এ চার আসামি হলেন, মো. আবু শোহাইব (৩৪), সাব্বির হোসাইন জিউন (২১), মো. হেলাল উদ্দিন (৪৫) ও মো. আল রাফি সাজ্জাদ (২৩)।

অন্যদিকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত করা বাকি ১৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), আশফাক আহম্মেদ (২২), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।

এদিকে গত ৯ মার্চ একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া পাঁচ আসামিকে বৃহস্পতিবার আদালতে উপস্থিত করা হয়৷ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো. সাইফুল ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন প্রত্যেকের জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

রিমান্ডে যাওয়া এসব আসামিরা হলেন, ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের মোঃ হাসিবুর রহমানের ছেলে মাসরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের মিজানুর রহমানের ছেলে ইরফান শাহরিয়ার (২০), ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার তেলঘাটের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতয়ালী থানার পাটুয়াটুলী লেনের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের মৃত নুরুল আমিনের ছেলে মোঃ সোহেল রানা (৩৯)।

এর আগে গত ৯ মার্চ এ পাঁচ আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনায় শনিবার (৮ মার্চ) পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১০

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১১

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১২

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

১৩

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৪

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

১৫

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

১৬

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

১৭

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১৯

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

২০
X