নাশকতার অভিযোগে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এদের মধ্যে সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২১৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া অপর ১১ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর জিআর শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর এলাকার ৪২টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২১৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া ঢাকা জেলার ৫টি থানা থেকে মোট ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় পাঁচজন, শাহবাগে পাঁচজন, ধানমন্ডিতে ১৯ জন, হাজারীবাগে ১০ জন, যাত্রাবাড়ীতে ১৮ জন, ডেমরায় পাঁচজন, শ্যামপুরে পাঁচজন, কদমতলীতে ছয়জন, মতিঝিলে চারজন, পল্টনে ১৪ জন, শাহজাহানপুরে একজন, রামপুরায় দুজন, সবুজবাগে একজন, তেজগাঁওয়ে পাঁচজন, পল্লবীতে ১২ জন, কাফরুলে পাঁচজন, মোহাম্মদপুরে পাঁচজন, আদাবরে তিনজন, গুলশানে দুইজন, বনানীতে তিনজন, বাড্ডায় ১২ জন, ভাটারায় দুজন, উত্তরখানে দুজন, বিমানবন্দরে একজন, উত্তরা পশ্চিমে দুজন, উত্তরা পূর্ব ২২ জন, তুরাগে দুজন, কোতোয়ালিতে দুজন, বংশালে তিনজন, লালবাগে দুজন, চকবাজারে একজন, কামরাঙ্গীরচরে সাতজন, কলাবাগানে তিনজন, নিউমার্কেটে একজন, দারুস সালামে একজন, খিলগাঁওয়ে একজন, মুগদায় দুজন, সূত্রাপুরে একজন, গেন্ডারিয়ায় তিনজন ও ওয়ারী থানা এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার পাঁচটি থানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন