ভূমি সংস্কার বোর্ড কোর্ট অব ওয়ার্ডসের আওতাধীন ভাওয়াল রাজ এস্টেটের সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক ইমামুল বাসারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আসামি ইমামুল বাসারের বিরুদ্ধে ৯৫ লাখ ৭০ হাজার ৪৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে আসামির সম্পদ বিরবণী তলব করে দুদক। অনুসন্ধানে দেখা যায়, আসামি ইমামুল বাসারের স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ২২ লাখ ২২ হাজার ১০৫ টাকা। তার নামে প্রাপ্ত উল্লিখিত সম্পদের মধ্যে কোনো ধরনের দায়-দেনার তথ্য পাওয়া যায়নি। সে হিসাবে তার প্রকৃত সম্পদের পরিমাণও ১ কোটি ২২ লাখ ২২ হাজার ১০৫ টাকা। এ সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৫ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ তার পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ প্রকৃত সম্পদের মূল্য মোট ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ১০৫ টাকা।
এ ছাড়া, অনুসন্ধানে আসামির গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪১ লাখ ৮১ হাজার ৬৫৮ টাকা। এক্ষেত্রে তার গ্রহণযোগ্য আয়ের চেয়ে ব্যয়সহ প্রকৃত সম্পদ বেশি পাওয়া গেছে ৯৫ লাখ ৭০ হাজার ৪৪৭ টাকার। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। তিনি এ সম্পদ অর্জনের স্বপক্ষে গ্রহণযোগ্য রেকর্ডপত্রও উপস্থাপন করতে পারেননি। অতিরিক্ত এই টাকা অবৈধভাবে উপার্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজহারে উল্লেখ করা হয়েছে। তাই আসামির বিরুদ্ধে কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এর ধারায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন