বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে দোষী সাব্যস্তকরণ আদেশ স্থগিতের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্তকরণ আদেশ (কনভিকশন অর্ডার) স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, কোনো মামলায় জামিন দেওয়া মানেই সেনটেন্স (দণ্ড) স্থগিত হয়ে যাওয়া। আর কনভিকশন (দোষী সাব্যস্তকরণ) কখনও সাসপেন্ড (স্থগিত) করা যায় না। এ মামলার আসামিদের কনভিকশন স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ছিল অবৈধ। তাদের কনভিকশন চলমান থাকবে। তবে তাদের ছয় মাসের সাজা, অর্থদণ্ডসহ শ্রম আদালতের আদেশের কার্যকারিতার ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার (১৮ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, একটা রায়ের দুটি অংশ থাকে। একটি দোষী সাব্যস্তকরণ (কনভিকশন) এবং অপরটি দোষী সাব্যস্তকরণের পর দেওয়া দণ্ড (সেনটেন্স)। এ মামলায় দোষীসাব্যস্ত করে ড. ইউনুসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড, অর্থদণ্ডসহ শ্রম আদালত দণ্ডাদেশ প্রদান করেন। কিন্তু এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আদালতের পুরো রায়ের কার্যকারিতা স্থগিত করেন। ফলে কনভিকশন ও সেনটেন্স দুটোই স্থগিত হয়ে যায়। কিন্তু কনভিকশন (দোষী সাব্যস্তকরণ) কখনও স্থগিত হয় না। আমরা এটা স্থগিতও চায়নি। কিন্তু শ্রম আপিল ট্রাইব্যুনাল সেটা করে।

তিনি আরও বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতাদেশের ফলে শ্রম আদালত থেকে চার আসামিকে দেওয়া ছয় মাসের সাজার আদেশ, অর্থদণ্ড এবং শ্রমিকদের পাওনা বেতন, ৫ শতাংশ হারে মুনাফা, অর্জিত ছুটিসহ সব পাওনা পরিশোধের যে আদেশ সেটা স্থগিত হয়ে যায়। পাশাপাশি তাদের দোষী সাব্যস্ত করার রায়ও স্থগিত হয়ে যায়। এ কারণে সেটা চ্যালেঞ্জ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হাইকোর্ট-এ রিভিশন আবেদন করেন। হাইকোর্ট রুল মঞ্জুর করেছেন। দোষী সাব্যস্তকরণ (কনভিকশন সাসপেন্ড) অর্ডার বাতিল করেছেন। তবে তাদের যে ছয় মাসের সাজা, অর্থদণ্ডসহ যেসব আদেশ দিয়েছিলেন সেটা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে হাইকোর্ট তার রায়ে বলেছেন। তিনি আরও বলেন, প্রকারান্তে এই আদেশ আমাদের পক্ষেই গেছে। সেজন্য আমরা এর বিরুদ্ধে আপিল করব না।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহান।

এ মামলার বিচার শেষে চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা তাদের দোষী সাব্যস্ত করে তাদের সাজার রায় দেন। তাদের শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করে পাঁচ হাজার টাকা বন্ডে এক মাসের জন্য জামিন দেন শ্রম আদালত। সেই সময়সীমার মধ্যেই শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনাল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন। আপিল শুনানির জন্য গ্রহণ করে নথি তলব করেন। এ ছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে দোষী সাব্যস্ত করে দেওয়া পুরো ওই সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন। এ স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজার রায় থেকে অব্যাহতি পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ গমনের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। এ মামলার বাকি তিন আসামিকেও বিদেশযাত্রার ক্ষেত্রে একই আদেশ প্রতিপালন করতে হবে বলেও সেদিন আদেশ দেওয়া হয়। এরপর গত ১৪ মার্চ হাইকোর্ট এই রুলের ওপর চূড়ান্ত শুনানি করেন। আজ সোমবার হাইকোর্ট এ বিষয়ে রায় ঘোষণা করেন। এরই মধ্যে দু’দফায় রচার আসামি শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন নেন। তারা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জামিনে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

নাসার নজরুলের প্লটসহ ৪৪ কোটি টাকার সম্পদ জব্দ

১৬ মাসে দৌলতপুরে ২৩ খুন, মামলা ৭ শতাধিক 

মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জামায়াত আমিরের কড়া বার্তা

কম্বল গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ

‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার, পালিয়েছে মাসুদ

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা

আট বছরেও হয়নি শিশু হাসপাতাল নির্মাণের অর্ধেক কাজ

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

১০

টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

১১

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

১২

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

১৩

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

১৪

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

১৫

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

১৬

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

১৭

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

১৮

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

১৯

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

২০
X