স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ২৪০ কেজি গাঁজা পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
সোমবার (৬ আগস্ট) ভোরে নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি গাড়ি থেকে মোট ২৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিশুর খাদ্যনালি থেকে বের হলো জানালার ছিটকিনি
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোহা. জিললুর রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত নুরুজ্জামানের ছেলে মো. নুর আলিম সরকার মিলন (৩৭), মো. আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম (৩৬) ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. হোসাইন আহম্মেদ (২৩)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।
জিললুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্টিকারযুক্ত গাড়িতে ব্যবহার করে একটি চক্র মাদক চোরাচালান করছিল।। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে। তারা বিভিন্ন কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছিল।
জিললুর রহমান আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেয়। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির মাঝখানে সিটের পেছনে রক্ষিত পাঁচটি বড় প্লাস্টিক বস্তার ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর একটি হায়েস টয়োটা মাইক্রোবাস তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে পেছনের সিটের উপরে তিনটি প্লাস্টিকের বড় বস্তার ভেতর রক্ষিত ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ২৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত জিপ গাড়ি ও হায়েস টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচার করা হচ্ছে। এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারিরা নতুন এই পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে। আমার এ বিষয়ে আরও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি।
সংবাদ সম্মেলনে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন