কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় ‘দম্পতি’-কে এলোপাতাড়ি কোপানোর মূলহোতা যুবলীগ কর্মী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক পুরুষ ও নারীকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত মূলহোতা এবং কিশোর গ্যাংয়ের প্রধান মেহেদী হাসান সাইফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকিরা হলেন- মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব। এ ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মেহেদী হাসান সাইফ যুবলীগের কর্মী। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী। এ ছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে। সাইফ ও সজিব আপন দুই ভাই। তাদের চলাফেরা ছিল বেপরোয়া।

পুলিশ জানায়, বুধবার সকালে উত্তরা ৯ নম্বর সেক্টরের পার্শ্ববর্তী ঢাকা-আশুলিয়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার পাশে অবস্থিত তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইফ ও সজিবকে নিয়ে আব্দুল্লাহপুর খানবাড়ির অলি মুন্সির ৫ তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯নং রোডে প্রকাশ্যে হামলার ওই ঘটনার মূলহোতা ও কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয় সাইফ। এ সময় সাইফের সঙ্গে রামদা হাতে অপরজনের নাম আলফাজ ওরফে শিশির।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা নদীতে ধারাল অস্ত্রগুলো ফেলেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা স্থানটিতে অভিযান চালিয়ে রামদা উদ্ধার করেছি। ঘটনার সময় ব্যবহৃত তাদের মোটরসাইকেলও আটক করা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় বিকট শব্দে বাইক চালানো ও রিকশাযাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার বাসিন্দা মেহেবুল হাসান ও নাসরিন আকতার ইপ্তি নামে দুজনকে রামদা দিয়ে কোপায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি। এরই মধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছেন আদালত।

এদিকে, রাজধানীর উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি সম্পর্কে স্বামী-স্ত্রী নন। তারা দুজন সহকর্মী, এমনটাই জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডিয়া লাইভে এসব জানান শম্পা। তার দাবি, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান আছে। তাদের বয়স ৫ ও ৪ বছর। এ সময় প্রকাশ্যে মেয়েদেরও নিয়ে আসেন শম্পা।

ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক বলে অভিযোগ করেছেন ওই নারী।

তাদের বিয়ে হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি শম্পা। মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। তিনি ওই দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন।

স্বামী বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না। সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামলার বিষয়টি জানতে পারেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তরায় হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ওই রাতে স্বামী উত্তরায় কেন গিয়েছিলেন, তা-ও জানেন না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

ফিশিং বোটে মিলল ৩৭৫ বস্তা সিমেন্ট, গন্তব্য ছিল মিয়ানমার

ছাত্রদলের দুই নেতাকে শোকজ 

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

১০

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

১১

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১২

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

১৩

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

১৪

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

১৫

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

১৬

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

১৭

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

১৮

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

২০
X