২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নটর ডেম কলেজ এবারও নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত কলেজের ওয়েবসাইট (ndc.edu.bd) থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে বিকাশের মাধ্যমে অফেরতযোগ্য ৪০০ টাকা ভর্তি পরীক্ষা ফি পরিশোধ করতে হবে। এবার মোট আসন সংখ্যা ৩ হাজার ২৯০টি।
সম্প্রতি প্রকাশিত ভর্তির ন্যূনতম যোগ্যতার বিষয়ে বলা হয়, বিজ্ঞান বিভাগে (বাংলা ও ইংরেজি ভার্সন) আবেদন করতে হলে উচ্চতর গণিতসহ জিপিএ ৫ থাকতে হবে। মানবিক বিভাগে আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ ৪ প্রয়োজন। তবে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না এবং ‘ও’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়।
বিভাগ পরিবর্তন করে আবেদনকারীদের জন্য বাড়তি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় আসতে জিপিএ ৪ দশমিক ২৫ এবং বিজ্ঞান বা ব্যবসা থেকে মানবিকে যেতে হলে জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে।
এবার ৩ হাজার ২৯০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০, ইংরেজি ভার্সনে ৩২০, মানবিকে ৪১০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০টি আসন রাখা হয়েছে।
আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রেই উল্লেখ থাকবে। লিখিত পরীক্ষার পর মেধাক্রম ও জিপিএ বিবেচনায় মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হবে।
লিখিত পরীক্ষায় বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান; মানবিকে বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান; আর ব্যবসায় শিক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। যারা বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষায় অথবা ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে পরিবর্তন করে আবেদন করবেন, তাদের পূর্ববর্তী বিভাগের প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে হবে।
তবে ভুল বা মিথ্যা তথ্য দিলে ভর্তির পরেও তা বাতিল বলে গণ্য হবে এবং ভর্তি ফি ফেরত দেওয়া হবে না। একইসঙ্গে বিশেষ বিবেচনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হবে।
কোনো শিক্ষার্থী কলেজের নির্ধারিত ইউনিফর্ম, আইডি কার্ড ব্যবহার, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ কিংবা ধূমপান না করার নীতিমালা মানতে অনিচ্ছুক হলে তার আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন