

অস্ট্রেলিয়ার সিডনির একটি সমুদ্র সৈকতে বন্দুক হামলা হয়েছে। হামলার সময় অন্তত ৫০ বার গুলি ছোড়ার শব্দ পাওয়া গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ ও আহত হওয়ার খবর পাওয়ার পর দুজনকে আটক করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।
সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে, একাধিক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে টেলিভিশন নেটওয়ার্ক স্কাই এবং এবিসির ফুটেজে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছেন মানুষ। তাদের কেউ নিহত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী স্থানীয় হ্যারি উইলসন বলেন, আমি কমপক্ষে ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। সর্বত্র রক্তাক্ত। পুলিশ অভিযান চালাচ্ছে। মনে হচ্ছে ভয়াবহ কোনো তথ্য পেতে চলেছি।
মন্তব্য করুন