

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থীকে হামলার অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার ঘটনা জানাজানি হলে হলের আবাসিক শিক্ষার্থীরা হামলাকারীদের খুঁজতে লাটিসোটা নিয়ে বের হয়ে পড়েন।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম শিক্ষার্থী ফরহাদ কাউসার কোটা আন্দোলনের কর্মী। কোটা আন্দোনলকে কেন্দ্র করে তাকে মারধর করে শাখা ছাত্রলীগ। এর আগে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেন, কুমিল্লা বিশ্বিবদ্যালয়ে অবস্থান করছি আস খেলা হবে। এরপর থেকে ক্যাম্পাসে সক্রিয় হয়ে ওঠেন নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ রাত ৮টায় টিউশন শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছাকাছি এলে তার বিভাগের সিনিয়র আসিফ এন্তাজ রাব্বি ডেকে নিয়ে যান। পথ অবরোধ করে তার মোবাইল ফোন চেক করে এবং কোটা আন্দোলনে কেন যায় তার জন্য শাসাতে থাকে। এ সময় মোবাইলে তার ছবি দেখিয়ে বলে, ‘এই বেটা এটা তুই নি? রাজাকার কারে বললি?’ বলে তাকে চড়-ঘুসি দিতে থাকে। প্রথমে ছাত্রলীগ কর্মী রিয়াজ তাকে মারধর করেন। এ সময় আরও ছিলেন পাভেল, তৌসিফ, রবি, আশিকুর রহমান রাফি, লামিম, অর্ণব সিংহ রায়, ছাত্রলীগের পদপ্রত্যাশী ও মেসবাহুল হক শান্তসহ কয়েকজন।
ফরহাদ কাউসার বলেন, আমি বাস থেকে নেমে হলে যাওয়ার সময় দত্ত হলের রিয়াজ, রবি, পাবেলসহ আরও কয়েকজন আমাকে পিছন থেকে ডাক দেয়। এরপর তারা আমাকে জিজ্ঞেস করে আমি কোটা আন্দোলনের সমন্বয়ক কিনা। আমি না বলার পর তারা আমার ফোন চেক করে। সেখানে কোটা সংক্রান্ত একটা গ্রুপ দেখতে পেয়ে আমাকে বলে তুই তো কোটা আন্দোলন করস, তুই তো স্লোগান দেস এসব বলে আমাকে মারধর করে। আমি এ ব্যাপারে প্রক্টরকে অভিযোগ দিব।
এ ব্যাপারে হামলাকারী রিয়াজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
অভিযুক্তদের একজন আকতারুজ্জামান পাভেল বলেন, আমি সেখান ছিলাম কিন্তু আমি মারিনি। ওই ছেলের বিভাগের বড়ভাই রাব্বি দেখলাম ওর ফোন চেক করতেছে। এরপর কে মারছে আমি ভিড়ের মধ্যে আর দেখিনি কিছু।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, অভিযোগ না পেলে আমরা ব্যবস্থা নিব না। ছাত্রলীগের বিষয় ছাত্রলীগ মীমাংসা করবে।
মন্তব্য করুন