রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের নিয়ে মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের কিছু শিক্ষার্থী। ছোট পরিসরে এ মিছিলটি হয়।
সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিনোদপুর বাজারে যায়। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচি শেষ করেন তারা।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার মাসুদ ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
আন্দোলকারীরা বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার দাবি মেনে নিলেও তাদের ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা ও বাঁশ দেখা যায়।
মিছিলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজিব বলেন, সরকার কোটা সংস্কার করলেও এখনো আমাদের কেন্দ্রীয় ৯ দফা দাবি মেনে নেয়নি। সেটির জন্য আমরা আবার কর্মসূচির ডাক দিয়েছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন শুরু করব৷
পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বর্তমানে আর মুক্তিযুদ্ধ করার সুযোগ নেই কিন্তু যারা ন্যায্য দাবির পক্ষে কথা বলে, রাস্তায় দাঁড়ায় তারাও এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কোটার বিষয়টি সর্বজনীন ও ন্যায্য দাবি- তাই এ দাবির পক্ষে আমি ব্যক্তিগতভাবে আছি।
মন্তব্য করুন