জুলাই হত্যাকাণ্ডের বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মশাল মিছিলে লাঠিচার্জ করে কেন্দ্রীয় সংসদের সভাপতিসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্তত ১৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর পল্টন মোড় এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ।
তিনি বলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহবায়ক এনামুল হাসান অনয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক শোয়াইব আহমেদ আসিফসহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মীকে রাত সাড়ে ৮টার দিকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন