জাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে আনলেন জাবির চার শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক তাদের ছাড়িয়ে এনেছেন। তবে শিক্ষার্থী আটকের বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আলমগীর কবিরের বিরুদ্ধে।

বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করে পুলিশ। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।

শিক্ষার্থীদের ছাড়িয়ে আনা চার শিক্ষক হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান এবং চারুকলা বিভাগের প্রভাষক অসীম চন্দ্র রায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ জন বর্তমান শিক্ষার্থী ও ৩ জন সাবেক শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের আটকের বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।

এ বিষয়ে শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বিকেলে আমাদের এক শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তখন আমি ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। এরপর ৭টার দিকে পুলিশ আমাকে পানধোয়া এলাকায় যেতে বলে। সেখানে গেলে পুলিশ তাদের ছেড়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর আলমগীর কবির বলেন, বিকেল ৪টার দিকে পুলিশের সঙ্গে আমার কথা হয়। তারা জানিয়েছিল যে শিক্ষার্থীদের কাউকে আটক করা হবে না। পরে ৬টার দিকে আমি জানতে পারি যে, কয়েকজনকে আটক করা হয়েছে। তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি পরবর্তীতে কর্মচারীদের থেকে জানতে পারি যে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১০

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১১

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১২

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৩

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৪

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৫

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৬

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৭

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৮

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৯

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

২০
X