জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যানসহ অন্য শিক্ষকদের কক্ষের সামনের ‘নেমপ্লেট’ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিষয়টি জানা যায়।
আইন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দায়িত্বরত স্টাফ বিভাগ খুললে সেখানে চেয়ারম্যানের রুমের নেমপ্লেট, অ্যাসোসিয়েট প্রফেসর খায়ের মাহমুদসহ কয়েকজন শিক্ষকের রুমের নেমপ্লেট ভাঙা অবস্থায় দেখতে পান। তবে কে বা কারা এই এই ‘নেমপ্লেট’ ভেঙেছে তা জানা যায়নি।
এই বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, আমাদের বিভাগের স্টাফরা ডিপার্টমেন্ট খোলার পরে আমার রুমসহ কয়েকজনের রুমের সামনের নেমপ্লেট ভাঙা দেখতে পান।
কোটা আন্দোলনের সময় জবি শিক্ষকদের দর্শকসূলভ মনোভাবের কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এই ভাঙচুর করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা ঠিক জানি না কারা এই ভাঙচুর করেছে। আন্দোলনের সময় বিশেষ কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে সরাসরি থাকতে পারেনি, এটার সঙ্গে ভাঙচুরের সম্পর্ক কতটুকু তা নিশ্চিত নই।
তিনি আরও জানান, রোববার ক্যাম্পাস খুললে তারা এই ব্যাপারে অনুসন্ধান করবেন এবং শিক্ষার্থীদের আস্থা নিয়ে সামনে এগিয়ে যাবেন।