ববি প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিনের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগে ববিতে মানববন্ধন

মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ডিনের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিনের দায়িত্ব বণ্টনের ব্যাপারে অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিকবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন কলা অনুষদের শিক্ষক। অথচ যোগ্য শিক্ষক সামাজিকবিজ্ঞান অনুষদে অনেকে আছেন। একজন প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক কীভাবে ডিনের দায়িত্ব নিজেই করে নেন। তিনি তো উপাচার্য নন, তাহলে কেন যোগ্য শিক্ষককে রেখে অন্য অনুষদের শিক্ষককে ডিনের দায়িত্ব দেন।

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বীয় অনুষদের ডিনের নিয়োগের ব্যাপারে জ্যেষ্ঠতা অনুসরণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দায়িত্ব বণ্টনের ব্যাপারে এই নীতি অনুসরণ করা যেত। যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কেন বৈষম্য তৈরি করলেন তিনি। এই অযৌক্তিক সিদ্ধান্ত ও অনিয়মের বিরুদ্ধে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। ডিনের দায়িত্বে যৌক্তিক সমাধান চাই আমরা।

মানববন্ধন বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, নেওয়াজ শরীফ, উজ্জ্বল খান, শাহারিয়ার প্রমুখ।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামাজিকবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। তিনি কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষক।

গত ৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষের নির্দেশে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

১০

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১১

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১২

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১৩

হাসপাতালে খালেদা জিয়া

১৪

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৫

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৬

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৭

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৮

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

২০
X