বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চল অচল করার ঘোষণা বেরোবি শিক্ষক-শিক্ষার্থীদের

ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধনে উপস্থিত বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধনে উপস্থিত বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে রংপুরসহ উত্তরাঞ্চল অচল করার ঘোষণা দিয়েছেন বেরোবি শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ ঘোষণা দেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আবু সাঈদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগবান হয়ে উঠলো। সেই আবু সাঈদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেরোবি প্রায় এক মাস থেকে ভিসিশূন্য। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, আগামী সোমবার তথা ৪৮ ঘণ্টার মধ্যে বেরোবি ক্যাম্পাসে ভিসি নিয়োগ না দেওয়া হলে রংপুরের মর্ডান মোড় অবরোধের মাধ্যমে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।

বেরোবি বাংলা বিভাগের শিক্ষার্থী সামছুজ্জামান সুমন বলেন, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আবু সাঈদ ভাই জীবন দিয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয় তারই ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আন্দোলন-মানববন্ধন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। আমরা ক্লাসে ফিরতে চাই। আমরা মেধার বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। সেই মেধা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়।

বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নজরুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দাবি, অল্প সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা শিক্ষকরাও তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ ব্যক্তি পদত্যাগ করেন। বর্তমানে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১০

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১১

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১২

বিজয় থালাপতি এখন বিপাকে

১৩

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৪

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৫

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৬

সুর নরম আইসিসির

১৭

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৮

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৯

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

২০
X