খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে খুবিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিচতলা পর্যন্ত পৌঁছে গেছে পানি। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিচতলা পর্যন্ত পৌঁছে গেছে পানি। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে। কাদাপানি মাড়িয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে ক্লাসে। শুধু তাই নয়, বেশ কিছু আবাসিক হলের নিচতলার কক্ষে পৌঁছে গেছে পানি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, রাতে ও সকালে বৃষ্টির ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ এলাকা, একাডেমিক ভবনগুলোর পাশে, একাধিক হলের সামনে জমে আছে হাঁটু পরিমাণ পানি। শিক্ষার্থীরা ভ্যানগাড়িতে চড়ে পানি পার হচ্ছেন। তলিয়ে গেছে জাহান আলী আবাসিক হলের নিচতলা। পানি জমে বন্ধ রয়েছে চলাচলের একাধিক রাস্তা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে উপযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু ভারি বৃষ্টি হলে শিক্ষার্থীদের এ সমস্যার সম্মুখীন হতে হয়। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশাসনের সুষ্ঠু কোনো পরিকল্পনা না থাকায় এমন অবস্থা। আবাসিক হলের কক্ষে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমাদের হলের নিচতলার রুমগুলোতে পানি ঢুকেছে। এ ছাড়া হলের সামনে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি অপসারণ করে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী মুহিবুল্লাহ বলেন, এবার বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এ রকম বৃষ্টি ক্যাম্পাসে আগে কখনো দেখা যায়নি। ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে অবগত হয়েছি। ক্যাম্পাসে সাধারণত সব সময় এমন হয় না। প্রথমত জলাবদ্ধতার কারণ খুঁজে বের করতে হবে। ক্যাম্পাসে কোথাও ড্রেনেজ ব্লক হয়েছে কি না, সেটা বের করতে হবে। ড্রেনেজ কোথাও ব্লক হলে সেটা খুঁজে বের করে ব্লক খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাস যেহেতু ময়ূর নদীর পাশে অবস্থিত, সেহেতু নদীর পানির লেভেলের ওপর ক্যাম্পাসের জলাবদ্ধতা নির্ভর করে। নদীর পানির লেভেলের চেয়ে যদি ক্যাম্পাসে পানির লেভেল বেশি থাকে তাহলে কোথাও ব্লক হয়ে আটকে আছে। সেটা খুঁজে বের করে সমাধান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার 

১০

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

১১

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

১২

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১৩

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

১৪

একেবারে শেষ মুহূর্তে গোল হজম, জিততে পারল না বাংলাদেশ

১৫

কফ সিরাপ কি স্বাস্থ্যের জন্য নিরাপদ, যে পরামর্শ দিলেন চিকিৎসক

১৬

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

১৭

৬ দফায় যত বাড়ল স্বর্ণের দাম

১৮

ইলেকট্রনিকস ও কমার্শিয়াল বিভাগে চাকরি দিচ্ছে দারাজ

১৯

অ্যাটলির সিনেমায় যশ

২০
X