বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

মহালয়া উপলক্ষে বুটেক্সে প্রথমবারের মতো ‘দেবী আগমনী’ অনুষ্ঠিত

বুটেক্সে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উপলক্ষে প্রথমবারের মতো দেবী আগমনীর আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বুটেক্সে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উপলক্ষে প্রথমবারের মতো দেবী আগমনীর আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উপলক্ষে প্রথমবারের মতো দেবী আগমনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্যে দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।

অনুষ্ঠানটি ভোরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার ও সনাতনী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেবী আগমনী-২০২৪ অনুষ্ঠানটির সূচনা হয় ভোর ৫টায় শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে। এরপর ভোর ৬টা থেকে শিক্ষার্থীরা ধর্মীয় সংগীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করে। পরে সকাল ৭টা ৩০ মিনিটে হরিনাম সংকীর্তন শুরু হয় এবং সবশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সকাল ৮টায় অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বলেন, সনাতনী ছাত্রদের দ্বারা প্রথমবারের মতো দেবী আগমনীর আয়োজন আমাকে বিমোহিত ও গর্বিত করেছে। তাদের এ ভ্রাতৃত্ববোধ ও মানবতার বন্ধন চিরজাগ্রত করুক। বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াক- মায়ের শ্রী চরণে আমার এই প্রার্থনা। আমার শিক্ষার্থীদের ও সমগ্র সনাতনীদের মঙ্গলের জন্য মা প্রতি বছর পৃথিবীতে আসেন। মা এবারও এসেছেন। আমাদের সব ভক্তি-শ্রদ্ধা উজাড় করে যেন মা তোমাকে বরণ করে নিতে পারি, তুমি আমাদের শক্তিদায়িনী মা ও আমাদের রক্ষা কর- এই প্রার্থনা করি। আমার শিক্ষার্থীদের মঙ্গল হোক এবং তাদের শুভকামনা করছি।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী জয় পাল জানান, মহালয়া হলো মাতৃপক্ষের শুভ সূচনা। হিন্দু শাস্ত্র মতে, দেবী দুর্গার আগমনী মঙ্গলবার্তা নিয়ে আসে এ দিন।

বুটেক্স ক্যাম্পাসে এই ১ম মহালয়া উদযাপন একটি অনন্য দৃষ্টান্তের সূচনা। আশা করি প্রতি বছর এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা কামনা করছি।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আকাশ সাহা বলেন, ছোটবেলায় ভোরবেলা উঠে মহালয়া দেখা এখন স্মৃতি হয়ে গেছে। আমাদের এই স্মৃতি পুনরায় জাগ্রত করার এক বিশাল সুযোগ গেল আজকে। নানা ব্যস্ততার মাঝে মহালয়া উপলক্ষে বাড়ি যাওয়া হয় না অনেক বছর। এমন কী ভোরে উঠে মহালয়া শোনা বা দেখাও হয় না। আজকের এই আয়োজন আমাকে ছোটবেলাতে নিয়ে গেছে। দেবীর আগমনে সবার মাঝে সুখ, সম্প্রীতি ও সমৃদ্ধি আসুক। আশা করি সামনের সময়ে আরও বিশাল পরিসরে দেবীর আগমনে মহালয়া আমরা ক্যাম্পাসে পালন করতে পারব।

উল্লেখ্য, পুরান অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। মহিষাসুরকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন তিনিই দশভূজা দেবী দুর্গা। তিনি টানা ৯ দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X