কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলে শিক্ষকদের অভিযানের কারণে গেটে তালা দিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টায় আন্দোলন শুরু করেন তারা। যা চলে রাত ১২টা পর্যন্ত।
শিক্ষার্থীদের অভিযোগ তাদের না জানিয়ে হলের ৩০৬, ৩০৭, ৩০৮ ও ৩১০ রুমের তালা ভেঙে মেয়েদের জিনিসপত্র নিয়ে গেছেন শিক্ষকরা।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং শিক্ষার্থী রাবিনা ঐশী বলেন, হল প্রশাসন বার বার মেয়েদের না জানিয়ে হলের মধ্যে প্রবেশ করে মেয়েদের অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এ ছাড়াও মেয়েদের না জানিয়ে রুমের তালা ভেঙে মেয়েদের বিভিন্ন জিনিস শিক্ষকরা নিয়ে গেছেন।
শেখ হাসিনা হলের প্রভোস্ট শাহেদুর রহমান বলেন, যদি প্রশাসন মনে করে কোনো রুমে অবৈধ জিনিস রয়েছে তাহলে যে কারও রুমের তালা ভাঙতে পারে। আমরা তথ্য পেয়েছি ৩০৬, ৩০৭,৩০৮, ৩১০ রুমের মধ্যে হিটার আছে সেজন্য আমরা ঐ রুমের তালা ভাঙতে বাধ্য হয়েছি।
মন্তব্য করুন