শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিচারের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করার স্থায়ী সমাধানের দাবি ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আগামী ছয় মাসের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করার স্থায়ী সমাধানসহ তিনদফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ সম্পাদক সৈকত আরিফ ৩ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো, আগামী ছয় মাসের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করার স্থায়ী সমাধান করে তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তুলতে হবে এবং গত ১৫ বছরে ছাত্রলীগের নেতৃত্বে সংগঠিত সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের পর থেকে সংগঠিত প্রত্যেকটি ছাত্র হত্যার বিচার নিশ্চিতে বিশেষ কমিশন গঠন করে বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে ও শহীদ পরিবারের পুনর্বাসন নিয়ে যে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে তা দ্রুত নিরসন করতে হবে এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ করে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান বলেন, বিগত ১৫ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম-গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন, সারারাত ধরে পিটিয়ে ছাত্র হত্যা, ধর্ষণসহ এমন হেন কোনো অপরাধ নেই যার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। সারাদেশে গণতান্ত্রিক আন্দোলন দমনেও সবসময় প্রধান লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো ছাত্রলীগ। তাদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তারই ধারাবিাহিকতায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমাতে সংগঠিত গণহত্যার প্রধান অংশীদারে পরিণত হয় ছাত্রলীগ।

তিনি আরও বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। জনগণের মাঝে এই গণহত্যায় অংশ নেওয়া সকলের বিচার নিশ্চিত করা ও গণহত্যায় অংশগ্রহণকারী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে গতকাল ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। এই মুহূর্তে এ সিদ্ধান্তের যৌক্তিকতা থাকলেও আমরা মনে করি ছয় মাসের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করার স্থায়ী সমাধান করে তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক সাকিবুর রনি. কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান, ঢাকা মহানগর শাখার সহসভাপতি তুহিন ফরাজীসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার আরেক শ্রমিক দল নেতা

বিএনপির এক নিভৃত নেতৃত্ব আতিকুর রহমান রুমন

১৪ মে-কে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণ-অনশন

জামালপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা—সভাপতি সুমিল, সম্পাদক শফিক

মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না : জমিয়ত

বকেয়া বেতনসহ ৩ দফা দাবি মউশিক কর্মকর্তা-কর্মচারীদের

আগামীকাল জুম্মার পর জবি শিক্ষার্থীদের গণ-অনশন

জ্বালানির দাম কমায় ফ্লাইটে ভাড়া কমানোর আশ্বাস

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

একসঙ্গে সমাবর্তন নিলেন একই পরিবারের পাঁচজন

১০

আইন অমান্য করে পুকুর ভরাট, ১০ জনের বিরুদ্ধে মামলা

১১

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে

১২

আমার মাধ্যমে কোনো অন্যায় পলে আটকায় দিও : ববি উপাচার্য

১৩

কবরস্থান কমিটি নিয়ে যুবদল-শ্রমিক দল নেতার দ্বন্দ্ব, অতঃপর...

১৪

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

১৫

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ব্যতিক্রমী উদ্যোগ

১৭

বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

১৮

বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

১৯

রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন প্রোটিয়া কিংবদন্তি

২০
X