মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই : উপাচার্য

চুয়েট সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য। ছবি : কালবেলা
চুয়েট সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চান বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে চুয়েট সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। উক্ত সাক্ষাৎকারে তিনি তার এই আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, আমার বড় পরিচয় আমি চুয়েটের ছাত্র। আমি জানি আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে। আমি চাই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার যথাযথ সমাধান করতে। এর জন্যে আমাকে সময় দিতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন সমস্যা যেমন- বাস সংকট, বিচ্ছিন্ন ইন্টারনেট, মেডিকেল সেবার অপ্রতুলতা, ক্লাসরুম সংকট ইত্যাদি বিষয়ে আমি কাজ করে যাচ্ছি। আশা করি সবার সহযোগিতায় সব সমস্যা সমাধান করে চুয়েটকে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মাদক ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে আমরা শূন্য নীতিতে রয়েছি। কারো বিরুদ্ধে মাদক বা র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো.মাহবুবুল আলম ও উপ-পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

সভায় সাংবাদিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. ফাহিম উদ্দীন ও জেরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব, দপ্তর সম্পাদক ইপসিতা জাহান সুমা, অর্থ সম্পাদক সাইকা শুহাদা, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসির আফনান, কার্যনির্বাহী সদস্য মো. ফাহিম রেজা, ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, আসাদুল্লাহ গালিব ও আকিফা মনজুর তিশা।

সাংবাদিক সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী বলেন, উপাচার্য মহোদয়ের কাছে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরি। আমাদের পরামর্শগুলো তিনি সাদরে গ্রহণ করেছেন এবং সাংবাদিক সমিতিকে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার জন্য উপদেশ দিয়েছেন। আশা করি সবার সহযোগিতায় চুয়েট বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দিতে পারবে।

আলোচনা সভা সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্য ও ছাত্রকল্যাণ দপ্তরের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য উক্ত সাক্ষাতে সাংবাদিক সমিতির সকলকে স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ ও চুয়েটকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সাংবাদিক সমিতির কাছে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ন্যায়ের পক্ষে চুয়েট সাংবাদিক সমিতিকে যেকোনো রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধারে লড়বেন বিএনপির নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১০

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১১

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১২

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৩

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৪

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৫

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

১৬

জোট-সঙ্গীদের জন্য যেসব আসন রাখল বিএনপি

১৭

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৮

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

১৯

খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী যারা

২০
X