জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় শোক দিবসে নবনির্মিত ম্যুরালটি উন্মোচন করা হয়।
গণিত বিভাগের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।
উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক বলেন, ‘দেশের কল্যাণে বঙ্গবন্ধু সব সময় জাগ্রত ছিলেন। দেশ ও জাতির জন্য তার ত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন। তিনি চিরদিন বাঙালির হৃদয়ে সদা জাগ্রত থাকবেন।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, নীল দল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক প্রতিনিধিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, ছাত্রলীগের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ম্যুরাল স্থাপনে জোরাল ভূমিকা রাখেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ছিলাম তখন থেকে আমার স্বপ্ন ছিল, যদি কখনও নেতা হতে পারি তাহলে ক্যাম্পাসে যাতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন হয় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের কমিটির যাত্রার শুরু থেকেই আমি আমার স্বপ্ন ও দাবির বিষয়ে অনড় ছিলাম।’
মন্তব্য করুন