জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জবি ছাত্রশিবিরের

জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা দ্বারা জবি শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্তার ঘটনার পর সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রিয়াজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি, সূত্রাপুর থানায় নাগরিক কমিটির একটি সভায় যোগ দেওয়ার সময় একটি বিব্রতকর ঘটনা ঘটে।

তিনি উল্লেখ করেন, এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। এ পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে ওসির রুমে নিয়ে যান।

তিনি বলেন, তারা রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি। তিনি আশা করেন, রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সবাই একসঙ্গে কাজ করবে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না।

এ সময় তিনি অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং সব সচেতন শিক্ষার্থীদের অপকর্ম ও অন্যায় দূর করতে সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম গতকালের ঘটনায় উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ ছাড়া এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব সংগঠনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। সেক্রেটারি রিয়াজুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১০

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১১

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১২

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৩

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৫

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৭

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৮

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৯

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

২০
X