জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জবি ছাত্রশিবিরের

জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা দ্বারা জবি শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্তার ঘটনার পর সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রিয়াজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি, সূত্রাপুর থানায় নাগরিক কমিটির একটি সভায় যোগ দেওয়ার সময় একটি বিব্রতকর ঘটনা ঘটে।

তিনি উল্লেখ করেন, এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। এ পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে ওসির রুমে নিয়ে যান।

তিনি বলেন, তারা রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি। তিনি আশা করেন, রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সবাই একসঙ্গে কাজ করবে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না।

এ সময় তিনি অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং সব সচেতন শিক্ষার্থীদের অপকর্ম ও অন্যায় দূর করতে সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম গতকালের ঘটনায় উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ ছাড়া এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব সংগঠনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। সেক্রেটারি রিয়াজুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

৪৫ বছরেও ওয়ালটনে চাকরি, আবেদন করুন দ্রুত

কানাডায় প্রতিবেশীর হ্যালোইন ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত

ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান

মোবাইলে হংকং চায়নার বিপক্ষে হামজাদের খেলা দেখবেন যেভাবে

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি গৃহশিক্ষকের, অতঃপর...

মেয়েদের যে ৪ গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি (সা.)

জর্ডানের হাতে মার্কিন অস্ত্র, কী হতে যাচ্ছে সেখানে?

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

১০

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

১১

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা, কারণ কী?

১২

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১৩

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

১৪

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

১৫

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

১৬

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৭

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

১৮

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

১৯

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
X